Connect with us

বরিশাল

পায়রা সেতুর ৯৫ ভাগ কাজ শেষ, দ্রুতই খুলে দেয়ার আশ্বাস

Published

on

দক্ষিণের মানুষের আরেকটি স্বপ্ন পূরণের পথে। শিগগিরই খুলে দেয়া হবে পটুয়াখালীর 'পায়রা সেতু'। এটি চালু হলে ঢাকা-কুয়াকাটা সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। উন্নতি হবে আর্থসামাজিক অবস্থারও। কর্তৃপক্ষ বলছে, সেতুর ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
 
যোগাযোগে নতুন দুয়ারে দক্ষিণের উপকূল। দৃশ্যমান পটুয়াখালীর পায়রা সেতুর পুরো অবয়ব।

করোনার কারণে কিছুটা ভাটা পড়লেও এখন পুরোদমে চলছে কাজ। চারলেনের এই সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৪৭০ মিটার। মোট ৩১টি পিলারের ওপর বসানো হয়েছে ৩২টি স্প্যান। এর মধ্যে ২০০ মিটার করে দেশের দীর্ঘতম দুটি স্প্যান বসেছে পায়রা সেতুতে। নদীর তলদেশে করা হয়েছে ১৩০ মিটার দীর্ঘ পাইলিং যা দেশের সর্ববৃহৎ। নৌযান চলাচলের সুবিধায় ব্যবহার করা হয়েছে এক্সট্রাডোজ ক্যাবল স্টেট পদ্ধতি।

উভয়পাশে ১ হাজার ২৬৮ মিটার অ্যাপ্রোচ সড়ক, টোল প্লাজা ও প্রশাসনিক ভবনসহ প্রকল্পের ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের সৌন্দর্যবর্ধনসহ আনুষাঙ্গিক কাজ।

এই সেতুর মাধ্যমে ঢাকা-কুয়াকাটা সরাসরি সড়ক যোগাযোগ চালু হবে। উন্নয়ন হবে আর্থসামাজিক অবস্থারও।

আগামী জুলাইয়ের মধ্যে শতভাগ কাজ শেষ করার আশা সেতু কর্তৃপক্ষের।

Advertisement

২০১৩ সালের পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৪৭ কোটি টাকা।

এস

Advertisement

দেশজুড়ে

ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনায় চালক-হেলপার কারাগারে

Avatar of author

Published

on

ঝালকাঠিতে ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনার মামলায় ট্রাকের চালক আল-আমিন হাওলাদার ও হেলপার নাজমুল শেখকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ১৭ এপ্রিল স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরের গ্রাম বাসন্ডা থেকে ট্রাকের চালক এবং হেলপারকে আটক করে ডিবি। গ্রেপ্তার চালকের ট্রাক চালানোর লাইসেন্স ছিল না।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়,ঝালকাঠির রাজাপুর থেকে দুপুরের দিকে মো. ইব্রাহিম ফকির প্রাইভেটকারে মো. হাসিবুর রহমান, তার স্ত্রী নাদিয়া আক্তার সোনিয়া, তার ছেলে তাহমিদ রহমান, মেয়ে তাকিয়া আক্তার ও খালাতো বোন নিপা আক্তার এবং তার স্বামী মো. আল ইমরানসহ বরিশালের উদ্দেশ্যে রওয়ানা করেন। ঝালকাঠি গাবখান টোল প্লাজায় টোল দেওয়ার সময় পেছনে আরও দুইটি ইজিবাইক অপেক্ষায় ছিল। এ সময় খুলনা থেকে সিমেন্টবোঝাই টাটা কোম্পানির মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো- ট-১১-০৯৫৭) বেপরোয়া গতিতে চালিয়ে দুটি ইজিবাইক ও প্রাইভেটকারকে চাপা দেয়। এতে ১৪ জন নিহত হন।

ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর থানায় সড়ক ও পরিবহন আইনের ১০৫ ধারায়  একই পরিবারের চারজন নিহতের মধ্যে হাসিবুর রহমানের ছোট ভাই মো. হাদিউর রহমান (২৩) বাদী হয়ে মামলা করেন। মামলায় চালক ও হেলপারকে আসামি করা হয়।

প্রসঙ্গত, চালক আল-আমিন হালকা যান চালানোর লাইসেন্স নিয়ে, ট্রাকের মত ভারী যান চালাচ্ছিলেন।

Advertisement

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

দেশজুড়ে

প্রিজন সেলে হত্যা মামলার আসামির হাতে অন্য আসামি খুন

Avatar of author

Published

on

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে, হত্যা মামলার আসামি পিটিয়ে আরেক হত্যা মামলার আসামিকে হত্যা করেছে। এসময় ওই সেলে থাকা আরেক আসামিও আহত হন। হামলাকারী আসামি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

রোববার (১৪ এপ্রিল) ভোরে হাসপাতালের নিচতলার প্রিজন সেলে ঘটানটি ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মানসিক রোগীসহ তিনজন প্রিজন সেলের একটি কক্ষে ছিলেন। ভোরে আকস্মিকভাবে মানসিক রোগী অপর দুই আসামিকে ঘুমন্ত অবস্থায় স্ট্যান্ড দিয়ে বেধড়কভাবে পেটাতে থাকেন। এতে মোতাহার নামে এক আসামির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অজিত আঘাত পেলেও ততটা গুরুতর নয়। ঘটনার সময় সেলের তালার চাবি নিয়ে একজন বাইরে নাস্তা করতে গিয়েছিলেন। তাই দায়িত্বরতরা দ্রুত সময়ে প্রিজন সেলে ঢুকতে পারেননি।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায় , মানসিক প্রতিবন্ধী ওই রোগীকে নিয়মানুযায়ী হাসপাতালের মানসিক ওয়ার্ডে রাখার কথা। আর সেখানে রাখলে এমনটা হতো না। কিন্তু সেখানে না রেখে সুস্থ মানুষের মধ্যে এভাবে রাখাটা আদৌ উচিত হয়নি কারা কর্তৃপক্ষের। রাখলেও সেভাবে ব্যবস্থা রাখা উচিত ছিল।

জেল সুপার রত্না রায় বলেন, কী ঘটনা ঘটেছে তদন্ত ছাড়া বলা যাবে না। তাঁরা ঘটনা তদন্ত করছেন। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবেন। দায়িত্বরতদের অবহেলার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, নিহত আসামি মো. মোতাহার (৬০) বরগুনা জেলার বেতাগী উপজেলার কাউনিয়া গ্রামের রফিজউদ্দিনের ছেলে। তিনি বরগুনার একটি হত্যা মামলার আসামি ছিলেন।  আহত অপর আসামি অজিত মন্ডল একটি চুরি মামলার আসামি। হামলাকারী তরিকুল ইসলাম (২৫) এর বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। আহতদের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে একজনের মৃত্যু হয়।

পুরো পরতিবেদনটি পড়ুন

দেশজুড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা খাদে, নিহত ২

Avatar of author

Published

on

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে  অটোরিকশা মহাসড়কের পাশে খাদে পড়ে আফজাল হোসেন (৬০) ও জাকারিয়া (২৩) নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালকসহ চারজন।

শনিবার (১৩ এপ্রিল) সকালে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের বিশকানি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম।

জহুরুল ইসলাম জানান, আমতলী থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা অটোরিকশাটি বিশকানি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। নিহত আফজাল হোসেন বরগুনা জেলার বড়ইতলা ও জাকারিয়া  চরপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে অটোরিকশা চালক জামাল হোসেন ও যাত্রী মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত আবু সালেহ ও মাসুদকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, অটোরিকশার চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন তাই নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা খাদে পড়ে যায়।

Advertisement

প্রসঙ্গত, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

আবহাওয়া, গরম আবহাওয়া, গরম
জাতীয়47 mins ago

হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন

তাপদাহে পুড়ছে সারাদেশ। দিনদিন তাপমাত্রার পারদ ওপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ।...

আইন-বিচার1 hour ago

দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার লাশ

চট্টগ্রামের মিরসরাইয়ে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য দাফনের ১৫ দিন পর কবর থেকে এক ব্যাংক কর্মকর্তার লাশ তুলেছে পুলিশ। ওই ব্যাংক...

চট্টগ্রাম3 hours ago

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৬ শ্রমিক নিহত

রাঙ্গামাটির সাজেক উদয়পুর সড়কে একটি শ্রমিকবাহী ড্রামট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত...

জাতীয়4 hours ago

এবারের ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বেশি মোটরসাইকেলে

পবিত্র ঈদুল ফিতরের আগে-পরে ১৫ দিনে (৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল) দেশে ৩৫৮টি সড়ক দুর্ঘটনায় ৩৬৭ জন নিহত হয়েছেন। আহত...

মাওলানা মামুনুল হক মাওলানা মামুনুল হক
আইন-বিচার4 hours ago

নাশকতার তিন মামলায় মামুনুল হকের জামিন

রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া পৃথক তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা...

চট্টগ্রাম4 hours ago

শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

চাঁদপুরের হাজীগঞ্জে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মা তাহমিনা আক্তার রিমা নামের এক নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার...

বাংলাদেশ5 hours ago

শাকিবকে বিয়ের আগেই বুবলী বিবাহিত ও এক সন্তানের জননী, বোমা ফাটালেন সুরুজ বাঙালি

ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার খবরের শিরোনামে আসেন ঢালিউড চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী। কিছুদিন পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব...

জাতীয়6 hours ago

‘তাপপ্রবাহে ‘অতি উচ্চঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা’

দেশে মাসজুড়ে চলা টানা তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যগত উচ্চঝুঁকিতে আছে শিশুরা। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে সন্তানদের পানিশূন্যতা থেকে রক্ষা ও নিরাপদ রাখার...

ক্যাম্পাস7 hours ago

এনএসইউর শিক্ষার্থীর মৃত্যু, ধারণা হিট স্ট্রোক

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক ওয়ারেছ তূর্য মারা গেছেন। তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে...

জাতীয়7 hours ago

১৭৩ বাংলাদেশি নিয়ে কক্সবাজারে পৌঁছেছে মিয়ানমারের জাহাজ

দীর্ঘদিন কারাভোগের পর মিয়ানমারের রাখাইন থেকে ১৭৩ বাংলাদেশিকে নিয়ে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে পৌঁছেছে জাহাজ। এর আগে মঙ্গলবার সকালে মিয়ানমারের সিটওয়ে...

Advertisement
ব্যারিস্টার-সুমন
আইন-বিচার3 days ago

বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
জাতীয়4 weeks ago

গায়ের চাদর না পুড়িয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান: প্রধানমন্ত্রী

ফুটবল1 month ago

ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিল কোচ জানালেন এটা মাত্র শুরু

টুকিটাকি1 month ago

জিলাপির প্যাঁচে লুকিয়ে আছে যে রহস্য!

অর্থনীতি1 month ago

বাজারে লেবুর সরবরাহ বেশি, তবুও দাম চড়া

রেশমা
বাংলাদেশ1 month ago

রাজধানীতে অচেতন অবস্থায় উদ্ধার কিশোরীর ঠিকানা খুঁজছে পুলিশ

হলিউড2 months ago

নীল দুনিয়ায় অভিনেত্রী সোফিয়ার রহস্যজনক মৃত্যু

ফুটবল2 months ago

জামালকে ঠিকঠাক বেতন দেয়নি আর্জেন্টাইন ক্লাব

টুকিটাকি2 months ago

রণবীরের ‘অ্যানিম্যাল’ দেখে শখ, মাইনাস ২৫ ডিগ্রিতে বসলো বিয়ের আসর

অর্থনীতি2 months ago

গরুর মাংসের দাম কেজি প্রতি পৌনে ৬ লাখ টাকা!

সর্বাধিক পঠিত