বিমানবাহী ব্রিটিশ রণতরীকে সতর্ক করেছে চীন

ব্রিটিশ রয়েল নেভির বিমানবাহী রণতরি এইচএমএস কুইন এলিজাবেথের নেতৃত্বে ব্রিটেনের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সিএসজিকে সতর্ক করেছে চীন। দেশটি জানিয়েছে, প্রতিদ্বন্দ্বিতামূলক দক্ষিণ চীন সাগরে প্রবেশের সময় কোনো প্রকার অনুচিত কাজ যেন না করা হয়। এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে বেইজিং।

চীনের সরকারপন্থী গণমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, এই পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতিতে রয়েছে পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনী।

গ্লোবাল টাইমসের সংবাদে বলা হয়, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের পূর্ব দিকে অগ্রগতি পর্যবেক্ষণ করছে চীন। যা বর্তমানে দক্ষিণ চীন সাগর দিয়ে জাপানের পথে রওনা করছে।

বেইজিং জানায়, ব্রিটেন এখনও তার পুরনো ওপনিবেশিক দিনগুলো আঁকড়ে ধরে আছে। তাদের মানসিকতা সেখানেই পড়ে আছে।

এইচএমএস কুইন এলিজাবেথ রণতরির নেতৃত্বে ব্রিটেনের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের (সিএসজি) প্রথম অপারেশন চলছে। এই গ্রুপে নয়টি জাহাজ, ৩২টি রণতরি এবং তিন হাজার ৭শ’ নৌ সদস্য মোতায়েন রয়েছে।

গেল মে মাসের শেষ দিকে এই গ্রুপের সাত মাসের যাত্রা শুরু হয়। বিশ্বের এক–পঞ্চমাংশ দেশের জলসীমা তাদের ঘুরে যাওয়ার কথা রয়েছে।

এর আগে ভারত মহাসাগরে প্রবেশ করে এইচএমএস কুইন এলিজাবেথ। রয়েল নেভি জানিয়েছে, এখন জাপানের দিকে যাত্রা শুরু করেছে তারা।

 

এসএন

Recommended For You

Exit mobile version