Connect with us

ফুটবল

মেসির ক্লাব ছাড়ার প্রসঙ্গে যা বললেন বার্সা সভাপতি

Published

on

২১ বছরের সম্পর্কের সমাপ্তি। ক্যাম্প ন্যুয়ের যে ঘাসে লিওনেল মেসির বেড়ে ওঠা, সেই ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ইতি টানলেন ৬ বারের ব্যালন জয়ী। ক্লাব কিংবদন্তির এমন হুট করে ক্লাব ত্যাগের ঘোষণায় সবাই অবাক হয়েছে। আর তাই বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকে উত্তর দিতে হয়েছে তার দিকে ধেয়ে আসা অজস্র প্রশ্নমালার।
 
শুক্রবার স্প্যানিশ স্থানীয় সময় সকাল ১১টায় বার্সেলোনা তাদের ক্লাব কমপ্লেক্সে মেসির পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে মেসির ক্লাব ছাড়া প্রসঙ্গে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন বার্সা সভাপতি। লাপোর্তা জানিয়েছেন, বার্সা-মেসি দুই পক্ষের ইচ্ছে থাকা সত্ত্বেও সম্ভব হচ্ছে বার্সেলোনায় মেসির থাকা। আর তাই কাতালান ক্লাবটির সর্বকালের সেরা ফুটবলারকে বিদায় জানাতে বাধ্য হয়েছে স্প্যানিশ জায়ান্টরা। 

বার্সায় থাকার জন্য নিজের বেতন অর্ধেক কমাতেও রাজি হয়েছিলেন মেসি (গুঞ্জন অনুযায়ী)। তবুও তা যথেষ্ট ছিলো না। মেসিকে ক্লাবে ধরে রাখতে হলে বেতন কমাতে হতো অন্য ফুটবলারদের। যা কিনা সম্ভব ছিল না স্প্যানিশ ক্লাবটির পক্ষে। 
 
লাপোর্তা বলেন, '২৫ মিলিয়ন ইউরো বেতন প্রস্তাব দেওয়ার জন্য আমাদেরকে কমাতে হতো ১০০ মিলিয়ন ইউরোর বেতন! আমরা মেসিকে নতুন চুক্তি দিতে হলে বেতন কমাতে হতো অন্য খেলোয়াড়দের। কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, এটা সহজ নয় কারণ তাদের সঙ্গে আমাদের চুক্তি স্বাক্ষর করা আছে!'

বাস্তবতাকে সামনে রেখে ক্লাব সমর্থকদের আর মিথ্যে আশা দেখাতে রাজি নন লাপোর্তা। তাই মেসিকে ধন্যবাদ জানিয়ে নিজের হতাশার কথাও ব্যক্ত করেছেন তিনি। 

বার্সা সভাপতি বলেন, 'আমি মেসিকে ধন্যবাদ দিতে চাই এবং সকল মানুষকে যারা দুই পক্ষের সমঝোতায় ভূমিকা রেখেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত লা লিগার রুলসের কারণে আমরা তাকে সাইন করাতে পারিনি। আমি খুবই মর্মাহত কারণ আমরা সবকিছুই করেছিলাম মেসিকে রাখার এবং সেও বার্সায় থাকার প্রস্তুতি নিয়েছিল।'

মেসির ক্লাব ত্যাগকে বার্সেলোনার একটি অধ্যায়ের সমাপ্তি বলে আখ্যায়িত করেছেন লাপোর্তা। এই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরকে ছাড়া তাই নতুন যুগ শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। লাপোর্তা বলেন, মেসিকে ছাড়াই বার্সেলোনার নতুন যুগ শুরু হচ্ছে আজ থেকে। আমরা মেসিকে ধন্যবাদ জানাই। আমাদের মেসির সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছিল এবং তাকে আমরা ২ বছরের বেতন দিয়ে দিচ্ছিলাম।'

Advertisement

এএ

ফুটবল

ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন এডারসন, যুক্ত হলেন নতুন চারজন

Published

on

টটেনহামের বিপক্ষে চোখের চোটের পড়ে কোপা আমেরিকার জন্য ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন।  তার জায়গায় ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র কোপা আমেরিকার দলে নিয়েছেন সাও পাওলোর গোলরক্ষক রাফায়েলকে।

দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল কোপা আমেরিকার জন্য ২৬ জনের স্কোয়াড গড়ার বিষয়টি অনুমোদন দিয়েছে।  এর আগে ব্রাজিলের কোচ কোপা আমেরিকার জন্য ২৩ জনের দল ঘোষণা করায় এডারসনের পরিবর্তন ছাড়াও দলে আরও তিন ফুটবলার যুক্ত হয়েছেন।

তারা হলেন জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমের, আতালান্তার মিডফিল্ডার এদেরসন ও পোর্তোর ফরোয়ার্ড পেপে। এদেরসন চোট পেয়েছিলেন গত সপ্তাহে।

কোপা আমেরিকার আগে ৯ ও ১৩ জুন যথাক্রমে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।  মহাদেশীয় প্রতিযোগিতাটিতে ব্রাজিলের অভিযান শুরু হবে ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।  গ্রুপ ‘ডি’তে ব্রাজিলের অপর দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে।

 

Advertisement

কোপা আমেরিকার ব্রাজিল দল

গোলকিপার: আলিসন, রাফায়েল, বেন্তো।

 

ডিফেন্ডার: বেরালদো, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল, মারকিনিওস, দানিলো, ইয়ান কৌতো, গিলের্মে আরানাল, ওয়েন্দেল, ব্রেমের।

 

Advertisement

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারেজ, দগলাজ লুইজ, হোয়াও গোমেজ, লুকাস পাকেতা, এদেরসন।

 

ফরোয়ার্ড: এনদ্রিক, ইভানিলসন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, পেপে।

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

কিংবদন্তিদের তালিকায় আর্লিং হালান্ড

Published

on

কিংবদন্তিদের তালিকায় জায়গা করে নিয়েছেন নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড। মৌসুমের শুরু থেকেই দারুণ কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন ম্যানচেস্টার সিটির এ তারকা। একের পর এক গোল করে যাচ্ছিলেন নরওয়েজিয়ান এই তরুণ ফুটবলার। পুরো মৌসুম জুড়ে দারুণ খেলার স্বীকৃতিও অবশেষে পেয়ে গেছেন হালান্ড। ২৭ গোল করে টানা দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগ ফুটবলে গোল্ডেন বুট জিতেছেন তিনি। ম্যানচেস্টার সিটিতে এসে ‘গোলমেশিন’ তকমা জুড়ে গেছে আর্লিং হালান্ডের সঙ্গে।

নিকটতম প্রতিদ্বন্দ্বী চেলসির কোল পালমারকে পেছনে এই পুরস্কার জিতে নেন হালান্ড। সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগ মৌসুমে ২২ গোল করেছেন পালমার। সে হিসেবে এই ইংলিশ তারকা থেকে ৫ গোল বেশি করেছেন হালান্ড।

গতকাল মৌসুমের শেষ ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়ে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে সিটি। অপরদিকে এভারটনের বিপক্ষে জয় পেলেও তা কোনো কাজে আসেনি আর্সেনালের। তাদের থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে শিরোপা ঘরে তুলেছে সিটি।

শুধু অর্জন নয়, মৌসুম জুড়ে নানা সমালোচনার মুখেও পড়েছিলেন হালান্ড। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কেন তাকে ‘দ্বিতীয় শ্রেণির লিগ খেলোয়াড়’ বলে উল্লেখ করেছেন।

তবে কেনের সমালোচনার জবাব দিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। হালান্ড বিশ্বের সেরা স্ট্রাইকার বলে দাবি করেছেন তিনি।

Advertisement

প্রিমিয়ার লিগে টানা গোল্ডেন বুট পাওয়া খেলোয়াড়

দল                                                       মৌসুম
অ্যালান শিয়ারার     ব্ল্যাকবার্ন রোভার্স, নিউক্যাসল ইউনাইটেড                   ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭
মাইকেল ওয়েন           লিভারপুল                                                   ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯
থিয়েরি অঁরি               আর্সেনাল                                                   ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০০৫-০৬
রবিন ফন পার্সি         আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড                         ২০১১-১২, ২০১২-১৩
মোহাম্মদ সালাহ         লিভারপুল                                                  ২০১৫-১৬, ২০১৬-১৭
হ্যারি কেইন              টটেনহাম                                                      ২০১৭-১৮, ২০১৮-২০১৯
আর্লিং হালান্ড         ম্যানচেস্টার সিটি                                                  ২০২২-২৩, ২০২৩-২৪

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

লিগের শেষ ম্যাচে পিএসজির স্কোয়াডে নেই এমবাপ্পে

Published

on

মেসের বিপক্ষে মৌসুমের শেষ লিগ ম্যাচ খেলবে পিএসজি। এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে লিগ আঁ বিদায় জানানোর কথা ছিলো কিলিয়ান এমবাপ্পের।

কিন্তু আজ রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে প্যারিসের ক্লাবটির স্কোয়াডেই রাখা হয়নি তাকে।  ফলে তুলুজের বিপক্ষের ম্যাচটি ফরাসি তারকার শেষ ম্যাচ হয়ে থাকল। যে ম্যাচটি ৩-১ গোলে হারে পিএসজি।

Advertisement

পিএসজির হয়ে সাত মৌসুম খেলেছেন এমবাপ্পে। এই সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০৭ ম্যাচে করেছেন ২৫৬ গোল।  ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার দলের সবশেষ ম্যাচে নিসের বিপক্ষেও খেলতে পারেননি। তখন জানানো হয়েছিল, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন এমবাপ্পে।

স্কোয়াড থেকে অবশ্য শুধু এমবাপ্পেই নন, বাদ পড়েছেন উসমান দেম্বেলে ও ফ্যাবিয়ান রুইজও। আগামী শনিবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ লিলে। শিরোপা লড়াইয়ে সেই ম্যাচে এমবাপ্পেকে শেষ পর্যন্ত দেখা যাবে কি না, সেটাই দেখার অপেক্ষা।

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version