ক্যাপিটলে হামলার ঘটনায় দায়িত্বে অবহেলায় দুই পুলিশ বরখাস্ত

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গেল ছয় জানুয়ারি হামলার দিন দাঙ্গাকারীদের অনুপ্রবেশের সময় নিষ্ক্রিয় দাঁড়িয়েছিল আলেকজান্ডার এভেরেট ও কেইটলিন এভেরেট পুলিশ দম্পতি।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার হামলার তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেন সিয়াটল পুলিশের অন্তর্বর্তী প্রধান অ্যাড্রিয়ান ডিয়াজ।

তদন্তে জানা গেছে, ক্যাপিটলে হামলার আগে ট্রাম্প-সমর্থকদের এক সমাবেশে অংশ নিয়েছিল এভেরেট দম্পতি। গেল নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পর চলতি বছরের ছয় জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালায় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। হামলায় নিহত হয় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন। দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে সাড়ে পাঁচ শ’ জনকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ।

 

এসএন

Recommended For You

Exit mobile version