Connect with us

রাজশাহী

রাজশাহী মেডিকেলে আরও ১০ জনের মৃত্যু

Published

on

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন মোট ১০ জন। এরমধ্যে সংক্রমণে ৩ জন ও উপসর্গে ৭ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৫ জন নারী ছিলেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ১০ জন মৃতের মধ্যে রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন ও পাবনার তিনজন ছিলেন।

রাজশাহী

স্ত্রী-সন্তানের গলাকাটা লাশ উদ্ধার, স্বামী আটক

Published

on

বগুড়ায় বনানী এলাকায় এলাকার শুভেচ্ছা নামের একটি আবাসিক আবাসিক হোটেল থেকে স্ত্রী ও সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী আজিজুল হককে আটক করেছে পুলিশ।

রোববার (২ জুন) বেলা ১২টার দিকে ওই হোটেলের ৩০১ নম্বর কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ আজিজুলকে আটক করে।

পুলিশ জানায়, আটক আজিজুলের বাড়ি বগুড়ার ধুনটে। আর শ্বশুরবাড়ি বগুড়া শহরে। স্ত্রী-সন্তানদের শপিং করে দেয়ার কথা বলে শহরের বনানী মোড় এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলে ওঠেন আজিজুল। হোটেল ভাড়া নেয়ার সময় তিনি নিজের ছদ্মনাম ব্যবহার করেন।

পুলিশ আরও জানায়, পূর্বপরিকল্পনা মতো দাম্পত্য কলহের জেরে স্ত্রী-সন্তানদের হত্যা করেন আজিজুল। এরমধ্যে, দেড় বছর বয়সী শিশুর বিচ্ছিন্ন মাথা হোটেলের পাশে করতোয়া নদীতে ফেলে দেন।

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

রাজশাহী

ইজিবাইক চালকের ছদ্মবেশে অস্ত্র ব্যবসা, অবশেষে গ্রেপ্তার

Published

on

ইজিবাইক চালানোর আড়ালে অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রাকিবুল ইসলাম (২৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান,   দুই কেজি ২০০ গ্রাম গান পাউডার,একটি ইজিবাইক,একটি মোবাইলফোন ও সিমকার্ড জব্দ করা হয়।

শনিবার (১ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব ৫।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল দামকুড়া থানার নতুন কসবা আন্ধারকোটা মোড়ে চেকপোস্ট বসায়। ইজিবাইক ওই চেকপোস্টে পৌঁছালে চালক রাকিবুলকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে রাকিবুল জানান, তিনি পেশায় ইজিবাইকচালক হলেও এর আড়ালে অস্ত্রের কারবার করেন। এটাই তার মূল পেশা। ইজিবাইক চালান মানুষের দৃষ্টি আড়াল করতে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে অস্ত্র-গুলি ও বিস্ফোরকদ্রব্য সংগ্রহ করেন এবং রাজশাহীসহ বিভিন্ন এলাকার অস্ত্র ব্যবসায়ীদের কাছে সেগুলো বিক্রি করে আসছেন।

প্রসঙ্গত, জিজ্ঞাসাবাদ শেষে রাকিবুলকে শনিবার দুপুরে দামকুড়া থানায় সোপর্দ করা হয়েছে। থানায় তার নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

রাজশাহী

পঞ্চগড়ে কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন

সল্প খরচে আধুনিক ও মানসম্মত কিডনি ডায়ালাইসিস সেবা নিশ্চিতের লক্ষ্যে পঞ্চগড়ে সোনার বাংলা (এসবিএফ) সিলিকন ভ্যালি অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কায়েতপাড়া এলাকায় ফিতা কেটে কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা।

সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের চীফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে পঞ্চগড় এমআর কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাইদ, রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইউরোলজি সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডা শহীদুল ইসলাম সুগম,  নেফ্রোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. এবিএম মোবাশ্বের আলম সুজা, পঞ্চগড়ের  সিভিল সার্জন ডা মোস্তফা জামান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষজন কিডনী জটিলতা সহ নানা চিকিৎসা সেবা নিতে রংপুর, দিনাজপুর কিংবা ঢাকামুখী হতে হয়। এতে রোগী দীর্ঘ পথে যাতায়াতে ভোগান্তি, আর্থিক ও সময় অপচয় সহ নানা ভোগান্তিতে পড়তে হয় তাদের। তবে আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের (সাবেক ক্যাডেট) উদ্যোগে  সল্প খরচে আধুনিক ও মানসম্মত কিডনী ডায়ালাইসিস করতে প্রান্তিক জেলা পঞ্চগড় সহ ২১ টি জেলায় ২৩টি কেন্দ্রে কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে।

উল্লেখ্য, ৮টি বেডে প্রতিদিন অন্তত ২৪ জন রোগীকে পঞ্চগড় কিডনি ডায়ালাইসিস সেন্টারে সেবা দেয়া সম্ভব হবে বলে জানায় কিডনি ডায়ালাইসিস সেন্টার কর্তৃপক্ষ।

Advertisement

 

 

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version