Connect with us

বাংলাদেশ

ইতিহাস ভেঙে কলকাতার দুর্গাপূজায় চার নারী পুরোহিত

Published

on

কলকাতায় এবারের শারদীয়া দূর্গাপুজায় পুরোহিতের দায়িত্ব পালন করতে যাচ্ছে চার নারী৷ এই অভিনব উদ্যোগ নিয়েছে ৬৬ পল্লী দুর্গোৎসব কমিটি৷ আয়োজক ও পুরোহিতরা বলছে, শাস্ত্র মেনেই বৈষম্য দূর করার এই উদ্যোগ নিয়েছে তারা৷

জার্মানির গণমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, বারোয়ারির ইতিহাসে এমন আগে কখনো হয়নি৷ এর আগে দুর্গাপুজাতে নারীরা আংশিক দায়িত্বে ছিলেন৷ এমনকি নারী পরিচালিত পুজা আগেও হয়েছে৷ কিন্তু অকালবোধন থেকে বিসর্জন পর্যন্ত সব কিছুর দায়িত্বে কখনও ছিল না নারীরা।

এক যুগ ধরে বিয়ের পৌরহিত্য করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক নন্দিনী ভৌমিক৷ করেছেন অন্নপ্রাশনের কাজসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, আচার ইত্যাদি নিয়ে পড়াশোনা৷ সংস্কৃত ভাষার ওপর পিএইচডি ডিগ্রিও আছে নন্দিনীর। প্রাচীন সাহিত্যকে নির্ভর হয়েই পুরোহিতের কাজ সম্পন্ন করছেন তিনি। সঙ্গে ছিলো মন্ত্র ও সঙ্গীতের যুগলবন্দী৷

হাজার বছরের পুরোনো ধর্মীয় অন্ধ বিশ্বাসের শেকল ছিঁড়ে বেরোতে চায় কলকাতার বর্তমান সমাজও। তাই নন্দিনী ও তার তিন সহযোদ্ধা রুমা, পৌলমী, সেমন্তী মিলে গড়েছে একটি সংগঠন। এর নাম শুভমন্ত৷ খোদ কলকাতায় তাদের জনপ্রিয়তা অভাবনীয়।

নন্দিনী বলেন, আমাদের কাজের শেষ নেই৷ এত কাজ, অনেককেই না বলতে হয়৷ মানুষ আমাদের গ্রহণ করছে, এটা তারই নিদর্শন৷

Advertisement

ইতোমধ্যেই নন্দিনীর জীবন নিয়ে সিনেমা তৈরি হয়েছে। ঋতাভরী চক্রবর্তী অভিনীত ব্রহ্মা জানেন গোপন কম্মটি সিনেমাতেও প্রথা বদলের গল্পই বলা হয়েছে৷

নন্দিনী মনে করেন, পুরোহিত হবার অধিকার নারী-পুরুষ উভয়েরই আছে। শাস্ত্রেও এ সংক্রান্ত বাধা নেই৷ ভারত সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ৷ আমরা যা করছি তা কারো অপছন্দ হতেই পারে। তবে আমরা আত্মবিশ্বাসী৷ আমরা শাস্ত্র বিরুদ্ধ কিছু করছিনা৷ আর গেল ২-৩ বছর যাবত দুর্গাপুজাতেও ডাক পাচ্ছি৷

নন্দিনী মনে করেন, আমরা নারীরা যখন ঋতুবতী হই তখন অশুচি দূরের কথা তা উৎসবের দিন হওয়া উচিত৷ মাতৃত্ব সুন্দর ঋতুর জন্যই৷ সুতরাং শুচিতা অন্তরে, দেহে নয়৷ নারীরা এখন সর্বত্র উচ্চপদে আসীন৷ ধর্ম, সংস্কারের ক্ষেত্রে বাধাগুলো ভাঙার চেষ্টা করছি৷

আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া দুর্গোৎসবের খুঁটিপুজায় শুভমন্তের চার নারী পুরোহিতই উপস্থিত থাকবে৷ ‘মায়ের হাতে মায়ের আবাহন’ এই স্লোগানে ভারতের স্বাধীনতার ৭১তম বছরে চমক দিয়ে প্রথা ভাঙ্গতে যাচ্ছে কলকাতা।

পূজা কমিটির প্রধান প্রদ্যুম্ন মুখোপাধ্যায় বলেন, আমরা প্রথা ভাঙতে চাইছি না বা চমক দিতেও চাইছি না৷ নারীদের পুরোহিত হিসেবে যুক্ত করতে চাইছি৷ আমরা নারী বা পুরুষ হিসেবে কোনো বৈষম্য করছি না৷ অন্য কোনো ক্লাবও যদি একই পথে হাঁটে তবেই আমদের উদ্যোগ সফল৷

Advertisement

শিক্ষাবিদ মীরাতুন নাহার বলেন, বারোয়ারি পুজায় নারীদের পৌরহিত্য একটি নারী সমতার পক্ষে বড় জয়৷ শাস্ত্রে পুরুষের প্রতি যে পক্ষপাতিত্ব করা হয়েছে তা যদি কিছুটাও নিয়ন্ত্রণ করা যায়, তবে এই জয় আরও নৈতিক হয়ে উঠবে৷

এর আগে ২০১৮ সালে কেরালার শবরীমালা মন্দিরে ঋতুবতী নারীদের প্রবেশ নিয়ে বিতর্ক শুরু হয়েছিলো। যা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। এই ইস্যুতে ভারতব্যাপী তুমুল বিতর্ক সৃষ্টি হয়৷

তাই পুরোহিতের কাজে নারী-পুরুষের বৈষম্য দূর করতে কলকাতায় নারীদের হাতে দুর্গাপুজার দায়িত্ব তুলে দিয়েছে ৬৬ পল্লী দুর্গোৎসব কমিটি৷

 

এসএন

Advertisement

অপরাধ

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭

Published

on

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপি পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৭ মে) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ১৯৪ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা রুজু হয়েছে।

Advertisement

 

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢাকা

এবার রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন

Published

on

কারওয়ান বাজারে টিনশেড একটি ঘরে আগুন লাগার রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীর ধোলাইখাল এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

আজ শনিবার (১৮ মে) সকাল ১০টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী উপরিচালক (মিডিয়া) শাহজাহান সরদার।

তিনি জানান, চার তলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রয়েছে। সেখানে আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে সূত্রাপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট কাজ করছে। এছাড়া সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

জানা গেছে, চার তলা বাণিজ্যিক ভবনটি ব্যাংকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। আগুন যেন অন্য তলায় ছড়িয়ে না পড়ে দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

 

Advertisement

 

পুরো পরতিবেদনটি পড়ুন

দুর্ঘটনা

সাতক্ষীরায় ট্রাক খাদে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Published

on

সাতক্ষীরার তালায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে দুই ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ শ্রমিক।

শনিবার (১৮ মে) ভোরে সাতক্ষীরার তালা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল ইসলাম (৩৮) ও একই উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের তোফাজ্জল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, তারা গোপালগঞ্জে ধান কাটতে গিয়েছিলেন। কাজ শেষে পারিশ্রমিক হিসেবে পাওয়া ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হরিশ্চন্দ্রকাটি এলাকায় পৌঁছে ট্রাকটি উল্টে যায়। এতে ধানের বস্তায় চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এছাড়া কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

Advertisement

টিআর/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version