Connect with us

ফুটবল

এমবাপ্পেকে পিএসজিতে থাকার অনুরোধ মেসি-নেইমারের

Published

on

ফুটবল তারকাদের আখড়া এখন যেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আক্রমণভাগে নেইমার, এমবাপ্পে, ডি-মারিয়া, ইকার্দিদের পাশে এ মৌসুমে নতুন করে ক্লাবটিতে যোগ দিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। এছাড়াও রক্ষণভাগে নতুন করে নাম লিখিয়েছেন সার্জিও রামোস ও আশরাফ হাকিমি।
 
তবে এই নতুন আখড়ার আড়ালে শোনা যাচ্ছে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে পিএসজিতে। ক্লাবটিতে আর থাকতে মন চাইছে না কিলিয়ান এমবাপ্পের। পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহ নেই এই ফরাসি ফরোয়ার্ডের।

ইতালিয়ান পত্রিকা লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্তে বলা হয়েছে, পিএসজিতে লিওনেল মেসির আগমনে বিরক্ত এমবাপ্পে। কারণ তিনি এখন আর পিএসজির মূল খেলোয়াড় নন। মেসির ছায়ায় ঢেকে ক্যারিয়ার এগিয়ে নিতে চান না এমবাপ্পে। তিনি অন্য কোনো ক্লাবে যেতে চান, যেখানে তিনি হবেন দলের প্রধান খেলোয়াড়।
 
সব মিলিয়ে ফরাসি বিশ্বকাপজয়ী এই ফুটবলার মানসিকভাবেই পিএসজি ছেড়েছেন বলতে গেলে। যদিও পিএসজি চাইছে মেসি-নেইমারের সঙ্গী হয়ে থাকুক এমবাপ্পে। তাকে কোনোভাবেই বিক্রি করতে রাজি নয় ক্লাবটি।

পিএসজির চেয়ারম্যান নাসের আল খোলাইফি বলেছেন, এমবাপ্পের আমাদের ক্লাবকে ছেড়ে যাওয়ার কোনো কারণ দেখছি না।

এ নিয়ে মঙ্গলবার (১৭ আগস্ট) এমবাপ্পের প্রতিনিধির সঙ্গে বৈঠকও করেছে পিএসজি কর্তৃপক্ষ। তবে অমীমাংসিতভাবেই শেষ হয়েছে সেই বৈঠক।

অবশেষে বিষয়টিতে জড়িয়েছেন মেসি-নেইমার। তারা এমবাপ্পেকে অনুরোধ করেছেন, আরও একটি বছর যেন তিনি প্যারিসে থেকে যান।

Advertisement

তারা জানিয়েছেন, যেহেতু ২০২২ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে এমবাপ্পের। তবে মাঝপথে কোথাও না গিয়ে এ বছরটা পিএসজিতেই খেলুক এমবাপ্পে। এর পর যখন এমনিতেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন, তখন না হয় অন্য ক্লাবে যাবেন।

সতীর্থদের সেই অনুরোধ এমবাপ্পে রাখবেন কি না তা নিশ্চিত না হওয়া গেলেও ইতোমধ্যে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন, এমবাপ্পে এই মৌসুমে ক্লাব ছাড়বেন না। আরও একটি মৌসুম তিনি প্যারিসে থাকবেন।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এ তারকাকে দলে ভেড়াতে চাইছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। যেকোনো মূল্যে এমবাপ্পেকে চায় ক্লাবটি।
 
এমন খবরে নড়েচড়ে বসেছে ইংলিশ ক্লাব লিভারপুলও। এমবাপ্পেকে দলে ভেড়াতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিও। শুধু ইচ্ছার কথাই জানায়নি ক্লাবটি। এমবাপ্পেকে কিনতে ১২০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০০ কোটি টাকা) প্রস্তাবও দিয়েছেন ক্লাবটির ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ।

এস

Advertisement

ফুটবল

লিগের শেষ ম্যাচে পিএসজির স্কোয়াডে নেই এমবাপ্পে

Published

on

মেসের বিপক্ষে মৌসুমের শেষ লিগ ম্যাচ খেলবে পিএসজি। এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে লিগ আঁ বিদায় জানানোর কথা ছিলো কিলিয়ান এমবাপ্পের।

কিন্তু আজ রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে প্যারিসের ক্লাবটির স্কোয়াডেই রাখা হয়নি তাকে।  ফলে তুলুজের বিপক্ষের ম্যাচটি ফরাসি তারকার শেষ ম্যাচ হয়ে থাকল। যে ম্যাচটি ৩-১ গোলে হারে পিএসজি।

Advertisement

পিএসজির হয়ে সাত মৌসুম খেলেছেন এমবাপ্পে। এই সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০৭ ম্যাচে করেছেন ২৫৬ গোল।  ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার দলের সবশেষ ম্যাচে নিসের বিপক্ষেও খেলতে পারেননি। তখন জানানো হয়েছিল, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন এমবাপ্পে।

স্কোয়াড থেকে অবশ্য শুধু এমবাপ্পেই নন, বাদ পড়েছেন উসমান দেম্বেলে ও ফ্যাবিয়ান রুইজও। আগামী শনিবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ লিলে। শিরোপা লড়াইয়ে সেই ম্যাচে এমবাপ্পেকে শেষ পর্যন্ত দেখা যাবে কি না, সেটাই দেখার অপেক্ষা।

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

বক্সিং ম্যাচ দেখতে গিয়ে দেখা নেইমার ও রোনালদোর

Published

on

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত একটি বক্সিং ম্যাচ দেখতে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র। আর সেখানে দেখা হয় ফুটবল বিশ্বের এই দুই জনপ্রিয় তারকার।

দুজনের মধ্যে সাক্ষাতের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পর্তুগিজ তারকা তার বড় ছেলে রোনালদো জুনিয়রকে নিয়ে এসেছিলেন বক্সিং ম্যাচটি দেখতে। আর নেইমার এসেছিলেন তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দিকে নিয়ে।

সাক্ষাতের পর দুজনই পর্তুগিজ ভাষায় কথা বলছিলেন। স্পষ্ট বুঝা না গেলেও, মনে হচ্ছিলো রোনালদো নেইমারের ইনজুরি সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন।

ইনজুরির কারণে গেলো বছরের অক্টোবর থেকেই মাঠের বাইরে আছেন নেইমার। আগামী মৌসুমের শুরুতেই মাঠে ফেরার কথা এই ব্রাজিলিয়ান তারকার।

Advertisement

নেইমার ও রোনালদো এক সময় লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলেছেন। সেখানে অসংখ্যবার মাঠে মুখোমুখিও হয়েছেন তারা।

এখন দুজনে খেলছেন সৌদি লীগের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল ও আল নাসরে। তবে ইনজুরিতে থাকায় রোনালদোর আল নাসরের বিপক্ষে এখনো মাঠে নামা হয়নি আল হিলালের হয়ে খেলা নেইমার জুনিয়রের।

 

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

মেসি ফেরার দিনে মায়ামির জয়

Published

on

ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটির বিপক্ষে ছিলেন না লিওনেল মেসি। সেই ম্যাচ জিততেও পারেনি ইন্টার মায়ামি।  ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরলেন আর্জেন্টাইন অধিনায়ক। আর ইন্টার মায়ামি জয় পেলো ১–০ গোলে।

রোববার বাংলাদেশ সময় সকালে ম্যাচের বেশির ভাগ সময় ইন্টার মায়ামি দাপট দেখালেও নির্ধারিত সময় পর্যন্ত পায়নি গোলের দেখা। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা হয়তো গোলশূন্য ড্রয়েই শেষ হবে।

তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সের্হিও বুসকেতসের দারুণভাবে বাড়ানো বলকে নিয়ন্ত্রণ নিয়ে দুর্দান্ত ভলিতে গোল করেন কাম্পানা।

এই জয়ে ১৫ ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই থাকল মায়ামি। ১৫ ম্যাচে ৯ জয় ৪ ড্র ও ২ হারে মায়ামির পয়েন্ট এখন ৩১।

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version