Connect with us

ক্রিকেট

আফগান বিপর্যয়ে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা নবীর

Published

on

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে শতাধিক। হতাহতদের রক্তে ভেসে গেছে বিস্ফোরিত অঞ্চল। এ ঘটনায় আল্লাহর সাহায্য চেয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
 
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে আল্লাহর নিকট সাহায্য চেয়ে পোষ্ট করেন তিনি। 

পোষ্টে তিনি লিখেন, ‘হায় আল্লাহ! ওগো দয়াময়, ওগো দয়াময়! এই জাতিও তার বেদনাদায়ক চোখ দিয়ে দরজার শেষ দেখেছে এবং জীবনের সব তিক্ত ও বড় কষ্টের সম্মুখীন হয়েছে ।

এই জাতির উপর রহম কর! দয়া করে আমার দুঃখী ও বেদনাদায়ক দেশবাসীকে দুর্যোগ ও বিপর্যয় থেকে রক্ষা করুন।

পোষ্টে আরো লিখেন, হায় আল্লাহ! এই রক্তপাত বন্ধ করুন! তুমি এই গরীব ও চির কষ্টে থাকা দেশটাকে রহম কর এবং এমন নিষ্ঠুর কর্মের নিষ্ঠুর অপরাধীদের সম্মান না করে তোমার গজব নাজিল কর। (আমিন খোদা)।  

এর আগে বৃহস্পতিবার (২৬ আগষ্ট) আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আর্ন্তজাতিক বিমানবন্দরের বিমানবন্দরের ফটকের কাছে দুইটি আত্নঘাতি বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১৩ মার্কিন সেনাসহ ১০৩ জন নিহত হয়েছেন।

Advertisement

এস

ক্রিকেট

উদ্বোধনী ম্যাচে তাক লাগালো কানাডা

Published

on

উদ্বোধনী ম্যাচটায় অনেকটা তাক লাগিয়ে দিয়েছে কানাডা! কিছুদিন আগে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জেতা যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। স্বাগতিক বোলারদের তুলোধুনো করে পাহাড়সমান পুঁজি দাঁড় করিয়েছে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে আসা কানাডা। শেষের ১২ বলে ৩৫ রানের সুবাদে ৫ উইকেটে ১৯৪ রান করেছে তারা।

রোববার (২ জুন) ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে ১৯তম ওভারে ১৪ রানের পর শেষ ওভারে ২১ রান তুলেছে কানাডা। ওই ওভারগুলোতে ক্যামিও খেলা শ্রেয়াস মোভা ১৬ বলে ৩২ ও দিলপ্রিত সিং ৫ বলে ১১ রান করেন।

কানাডার বড় সংগ্রহের গোড়াপত্তন করে দিয়ে যান তাদের টপঅর্ডারের দুই ব্যাটার। ৪১ রানের উদ্বোধনী জুটি হয় এদিন। ২৩ রান করে অ্যারন জনসন বিদায় নেন পাওয়ারপ্লের মধ্যেই। ওয়ানডাউনে নামা পারগাত সিং স্কোর বোর্ডে ৫ যোগ করে রানআউট হন। এরপর বড় জুটি করেন ওপেনার নাভনিত ধালিওয়াল ও নিকোলাস কিরটন।

৬২ রানের জুটিতে ধালিওয়াল হাফসেঞ্চুরি তুলে নেন। ৪৪ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬১ রান করেন ধালিওয়াল। এরপর হাফসেঞ্চুরি করেন কিরটনও। ৩১ বলে ৫১ রানের ইনিংসে তিনি ৩টি চার ও ২টি ছয়ের মার খেলেন। শেষদিকে তো ঝড়ই তুলেন মোভা ও দিলপ্রিত। যুক্তরাষ্ট্রের হয়ে ১টি করে উইকেট নেন আলি খান, হারমিত সিং ও কোরি অ্যান্ডারসন।

টিআর/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

লজ্জার হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারলো বাংলাদেশ

Published

on

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৬০ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ তোলে দলটি। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

বাংলাদেশ দলে বিশ্রাম দেওয়া হয় তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে। অন্যদিকে ভারতীয় দলে ছিলেন না ভিরাট কোহলি। দুই দলের বাকি সবাই অংশ নিতে পারেন ম্যাচটিতে।

বাংলাদেশের সামনে যে লক্ষ্যমাত্রা ছিল, সেখানে টপ অর্ডার ব্যর্থতার পরিচয় দিয়ে বসে শুরুতেই। দলীয় ১০ রানে হারায় ৩ উইকেট। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ কিছুটা চেষ্টা করেছেন। বিশেষ করে মাহমুদউল্লাহর ২৮ বলে ৪০ রানের ইনিংস ছিল সবচেয়ে কার্যকরী। এরপর তিনি রিটায়ার্ড আউট হয়ে মাঠের বাইরে যান।

সাকিবের ব্যাটে আসে ৩৪ বলে ২৮ রান। পরের ব্যাটাররা সবাই এক ডিজিটেই ফিরেছেন। কেবল কিছুটা ব্যবধান কমানো ছাড়া বাংলাদেশের ব্যাটাররা তেমন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি।

ভারতীয় বোলারদের পক্ষে, আর্শদ্বীপ সিং ও শিভাম দুবে দুজনেই ২ টি করে উইকেট নিয়েছেন।

Advertisement

এর আগে রোহিত শর্মার দল আক্রমণ করেই খেলেছে। যতক্ষণ যে ব্যাটার মাঠে ছিলেন বাংলাদেশি বোলারদের উপর চড়াও হতেই দেখা গেছে। দলের পক্ষে রিশাব পান্ট ৩২ বলে ৫৩ রান করে রিটায়ার্ড আউট হয়ে যান।

বাকি ব্যাটারদের মধ্যে রোহিত শর্মা ২৩ রান, সুরিয়াকুমার যাদব ৩১ রান, হার্দিক পান্ডিয়া অপরাজিত ৪০ রান করেন। শিভাম দুবে ইনিংস বড় করতে পারেননি ১৪ রানে আউট হয়েছেন। সানজু স্যামসনের ব্যাটে এসেছে মাত্র ১ রান।

বাংলাদেশি বোলারদের মধ্যে শেখ মেহেদী, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানভীর ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

বাংলাদেশের সামনে ১৮৩ রানের লক্ষ্য

Published

on

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। বাংলাদেশ দলে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে। অন্যদিকে ভারতীয় দলে খেলছেন না ভিরাট কোহলি।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রোহিত শর্মার দল আক্রমণ করেই খেলেছে। যতক্ষণ যে ব্যাটার মাঠে ছিলেন বাংলাদেশি বোলারদের উপর চড়াও হতেই দেখা গেছে। দলের পক্ষে রিশাব পান্ট ৩২ বলে ৫৩ রান করে রিটায়ার্ড আউট হয়ে যান।

বাকি ব্যাটারদের মধ্যে রোহিত শর্মা ২৩ রান, সুরিয়াকুমার যাদব ৩১ রান, হার্দিক পান্ডিয়া অপরাজিত ৪০ রান করেন। শিভাম দুবে ইনিংস বড় করতে পারেননি ১৪ রানে আউট হয়েছেন। সানজু স্যামসনের ব্যাটে এসেছে মাত্র ১ রান।

বাংলাদেশি বোলারদের মধ্যে শেখ মেহেদী, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানভীর ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version