Connect with us

ফুটবল

মাত্র ৬ মিনিট স্থায়ী হলো ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

Published

on

অদ্ভুতুড়ে কারণে পরিত্যক্ত ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্ল্যাসিকো। আর্জেন্টিনার ৪ ফুটবলার কোয়ারেন্টিন নীতি ভঙ্গ করায় তাদের ধরতে মাঠে প্রবেশ করে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। শেষ পর্যন্ত আর খেলা মাঠে গড়ায়নি। নিয়ম অনুযায়ী পূর্ণ পয়েন্ট পেতে পারে আলবিসেলেস্তেরা।

দুই মাসের ব্যবধানে আরও একটা সুপার ক্ল্যাসিকো। এবার উপলক্ষ্য বিশ্বকাপ বাছাই। দুনিয়া জোড়া ফুটবলপ্রেমীদের দৃষ্টি ছিল সাওপাওলোর কুইমিকা অ্যারেনায়। কিন্তু মাঠের খেলা আর হলো কই?

মাত্র ৬ মিনিট স্থায়ী দুই দলের মহারণ। অভূত পূর্ব ঘটনার জন্ম দিলো ব্রাজিলের সাস্থ্য তত্ত্বাবধান এজেন্সি আনভিসার কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে মাঠে প্রবেশ করে এজেন্সিটির বেশ কজন। উদ্দেশ্যে তিন আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্তিনেজ, জিওভানি লো সেলসো আর ক্রিস্তিয়ান রোমেরোকে ধরবে তারা। কারণ কোয়ারেন্টিন নীতি ভঙ্গ করেছেন এ তিনজন সহ আরেক আর্জেন্টাইন এমিলিয়ানো বুয়েন্দিয়া। 

এ নিয়ে মার্কোস আকুনা, নিকোলাস ওতামেন্দিদের সাথে জনৈক সাস্থ্য কর্মকর্তার হাতাহাতিও হয়। যার সাথে অস্ত্র ছিল বলে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ভিত্তিক সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

দেশটির কোয়ারেন্টিন নীতি অনুযায়ী ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর ভারত থেকে অব্রাজিলীয়রা ব্রাজিলে প্রবেশ করলে ১৪ দিনের কোয়েন্টিন বাধ্যতামূলক। বিশেষ ক্ষেত্র অনুমতি সাপেক্ষে ছাড় দেয়া যেতে পারে। যেহেতও এ ৪ ফুটবলার ইংলিশ লিগ খেলে এসেছেন এবং আগে থেকে অনুমতি নেয়া হয়নি তাই তাদের জন্য এমন নিষেধাজ্ঞা।

Advertisement

দুই দলের অধিনায়ক, কোচেরা স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে আলোচনা করেও সমাধানে আসতে পারেননি। শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় আকর্ষণের কেন্দ্রে থাকা এ ম্যাচ।

অথচ গেল ৩ দিন ধরে আর্জেন্টিনা দলের সাথে ব্রাজিলেই অবস্থান করছিলেন এসব ফুটবলাররা। আগে কোন ধরনের ব্যবস্থা না নিয়ে কেনো খেলার মাঝপথে এমন কাণ্ড ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের? হতাশ আল বিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি এ ব্যাপারে কিছুই জানতেন না। উল্টো গ্রীন সিগন্যাল পেয়েছিলেন দক্ষিণ আমেরিকা ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবলের কাছ থেকে।

লিওনেল স্ক্যালোনি বলেন, 'আমরা জানিইনা ৪ ফুটবলারের উপর কোন ধরনের নিষেধাজ্ঞা আছে। দুই দলের ফুটবলাররা খেলার জন্য মুখিয়ে ছিলো। এভাবে একটা ম্যাচ পন্ড হওয়াটা মোটেই যুক্তিসংগত নয়।'

শেষ পর্যন্ত কি  আছে এ ম্যাচের ভাগ্যে? কনমেবলের শৃঙ্খলা বিধির ৭৪ নম্বর ধারা অনুযায়ী কপাল পুড়ছে ব্রাজিলের। যেখানে স্পষ্ট ভাবে লেখা ম্যাচ শুরু হয়ে গেলে বাধা দেয়া যাবে না। কোন জটিলতা থাকলে তা ম্যাচের আগে পরে মেটাতে হবে। 

এমনটা হলে যে দলের কারনে ম্যাচ বাধাপ্রাপ্ত হবে তারা তিন পয়েন্ট হারাবে। আনুষ্ঠানিক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, রেফারি আর কমিশনার এ ম্যাচের রিপোর্ট জমা দেবেন ফিফার শৃঙ্খলা রক্ষাকারী কমিটির কাছে এপর যা ব্যবস্থা নেয়ার ফিফাই নেবে।

Advertisement

এদিকে লাতিন আমেরিকা অঞ্চলের অন্য ম্যাচগুলোতে বলিভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে উরুগুয়ে। কলম্বিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে প্যারাগুয়ে। আর গোল শূন্য শেষ হয়েছে ইকুয়েডর-চিলি ম্যাচ।

এস

ফুটবল

আল হিলালের শিরোপা উৎসবে নেইমার

Published

on

ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরকে পেছনে ফেলে সৌদি প্রো লিগ জিতেছে নেইমারের আল হিলাল। যদিও চোটের কারণে গত বছরের অক্টোবর থেকেই মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা। তবে দলের শিরোপা জয়ের উদযাপনে পরিবার নিয়ে হাজির হয়েছেন নেইমার।

শনিবার রাতে পয়েন্ট তালিকার সবচেয়ে নিচের দল আল হাজমকে ৪-১ গোলে হারিয়েছে আল হিলাল। আর এই জয়ে ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয় দলটির।

সৌদি প্রো লিগে আল হিলাল শিরোপা জিতলো চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন ম্যাচ না হেরেই। ৩১ ম্যাচের একটিতেও হারেনি তাঁরা। ২৯ জয় আর ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৯।
সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা রোনালদোর আল নাসরের পয়েন্ট ৭৭।

লিগ শিরোপা হারলেও রোনালদো আল নাসরের সামনে সুযোগ আছে আল হিলালকে পেছনে ফেলার। আগামী ৩১ মে জেদ্দায় কিংস কাপের ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।
এদিকে চোটের কারণে এখনি মাঠে ফেরা হচ্ছে না নেইমারের। পুরোপুরি সুস্থ না হওয়ায় জায়গা হয়নি আসন্ন কোপা আমেরিকার জন্য ঘোষিত ব্রাজিল দলে।

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

ফুলহামকে হারিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি

Published

on

প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের আরও কাছাকাছি চলে এলো ম্যানচেস্টার সিটি। আজকের (শনিবার) ম্যাচে ফুলহামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। ফলে লিগ দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করতে থাকা আর্সেনালকে দুই’য়ে নামিয়ে শীর্ষে উঠে গেল সিটি।

ফুলহামের স্টেডিয়াম ক্র্যাভেন কটেজে মুখোমুখি হয়েছিল দুই দল। একরকম পাত্তা না দেওয়ার মতো করে খেলা চালিয়ে নিয়েছে ম্যানসিটি। জয়টা দরকার ছিল তো বটেই। সেই ক্ষুধা মাঠে দেখিয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

পুরো ৯০ মিনিটের ম্যাচে জোড়া গোল এসেছে সিটি ডিফেন্ডার ইওস্কো গাভারদিওলের পা থেকে। ম্যাচ পরিসংখ্যান থেকে দেখা যায়, সিটি যেখানে ১৬ টি শট নিয়েছে, সেখান ফুলহামের শট মাত্র ১ টি। অ্যাওয়ে ম্যাচ হলেও সিটির খেলার ধরনে তেমনটি মনে হয়নি। বরং দাপট বজায় রেখে ৬৫ শতাংশ ম্যাচ নিয়ন্ত্রণ নিয়ে খেলা শেষ করে ইতিহাদের সৈন্যরা।

গাভারদিওলের পায়ে প্রথম গোল আসে খেলার ১৩ মিনিটের মাথায়। দ্বিতীয় গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন, ৫৯ মিনিটে। ম্যাচের ৭১ মিনিটের মাথায় গাভারদিওলের সুযোগ আসে। সে সুযোগ মিস করেননি এই ক্রোয়েশিয়ান ডিফেন্ডার। ফুলহামের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। যোগ করা সময়ের খেলায় পেনাল্টি থেকে গোল করেন এই তরুণ।

ফুলহামের বিপক্ষে এই জয়ের পর ৩৬ ম্যাচে ২৬ জয় নিয়ে ৮৫ পয়েন্ট সহযোগে টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যানসিটি। অন্যদিকে আর্সেনালও সমান ৩৬ ম্যাচ খেলে ২৬ জয় পেয়ে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এদিকে সিটির জয়ে লিভারপুলের লিগ ধরে রাখার সম্ভাবনা একেবারেই নাই হয়ে গেল। ইয়ুর্গেন ক্লপের দল ৩৬ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৩ নম্বর অবস্থানে।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

Published

on

টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতল বসুন্ধরা কিংস। এখনো হাতে ৩ ম্যাচ। আজ (শনিবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরার প্রতিপক্ষ ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ময়মনসিংহের রফিক ভুঁইয়া স্টেডিয়ামে ২-১ গোলে জিতে অস্কার ব্রুসনের দল জানান দিয়েছে, তারা এখন চলতি মৌসুমের চ্যাম্পিয়ন দল, শিরোপাধারী।

ম্যাচ শুরুর ১৮ মিনিটে গোলের দেখা পায় বসুন্ধরা। আক্রমণাত্মক ফুটবলে মোহামেডানকে খুব বেশি সুযোগ দেয়নি তারা। প্রথম গোলটি আসে দরিয়েলতন গোমেজের পা থেকে। বল বাড়িয়েছিলেন শেখ মোরসালিন, কিছুটা পা ছুঁয়ে যায় মিগেল ফিগেইরার আর তাতেই এক কোণাকুণি শটে প্রতিপক্ষের জাল ভেদ করেছেন দরিয়েলতন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও দরিয়েলতনের গোল। এবার মোরসালিনের কর্নার আর সেখান থেকে হেড। নিশ্চিতভাবেই বেশ খানিকটা আনন্দ বয়ে যাচ্ছিল বসুন্ধরা খেলোয়াড়দের মনে। অবশ্য এক সান্ত্বনার গোল পেয়েছে মোহামেডান। মিনহাজ রাকিবের এক গোল আসে ৬৫ মিনিটের দিকে।

এরপর দুই দলের আরও কিছু আক্রমণ-প্রতিআক্রমণ হলেও কেউ আর গোলের মুখ দেখেনি। রেফারি শেষ বাঁশি বাজার পর বসুন্ধরার খেলোয়াড়েরা উল্লাসে মাতেন। প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে মুকুট ধরে রাখল দলটি। একই সমান ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আজকের প্রতিপক্ষ দল মোহামেডান। এর আগে প্রথম লেগে মোহামেডানের সাথে ১-০ গোলে হেরেছিল বসুন্ধরা। লিগে সেটাই একমাত্র হার ছিল তাদের। এবার আর সেই ভুল করেনি ব্রুসনের শিষ্যরা, বরং জয় তুলে অর্জনের পাল্লা ভারী করল।

এর আগে ২০১৮-২০১৯ মৌসুমে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় বসুন্ধরা। এরপর শিরোপা থেকে তাদের আর কেউ পিছিয়ে রাখতে পারেনি।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version