Connect with us

ফুটবল

৩৯ বছর কোমায় থাকা ফুটবলারের মৃত্যু

Published

on

দীর্ঘ ৩৯ বছর কোমায় থাকার পর, স্ত্রীকে ছুটি দিয়েছেন ফ্রান্সের সাবেক ফুটবলার জাঁ পিয়েরে আদামস। হাঁটুর অস্ত্রোপচার করতে গিয়ে ১৯৮২ সালে ভুল চিকিৎসায় কোমায় চলে যান তিনি। পরের বছরগুলোয় জন্ম নেয় স্ত্রী বের্নাদেত্তের অকৃত্রিম ভালোবাসার গল্প। ভালোবাসায় সেই গল্পের শেষ টেনে গতকাল না ফেরার দেশে চলে যান জাঁ পিয়েরে। 

এক দু'বছর নয়, অপেক্ষাটা দীর্ঘ ৩৯ বছরের। তবে শেষ পর্যন্ত আর দু'চোখ খোলা হলো না তার। হলো না, বদলে যাওয়া পৃথিবীটাকে একবার দেখার। পারলেন না কোমা থেকে ফিরতে।

অকল্পনীয়, হৃদয়বিদারক আর ভালোবাসায় মোড়ানো এই গল্পটা ফ্রান্সের সাবেক ফুটবলার জাঁ পিয়েরে আদামসের। কাগজে-কলমে তার জীবনের দৈর্ঘ্য ৭৩ বছর হলেও সত্যিকার অর্থে বেঁচে ছিলেন ৩৪ বছর।

১৯৮১ সালে পেশাদার ক্যারিয়ারের ইতি টানার পরের বছরই হাঁটুর ইনজুরি নিয়ে ভর্তি হন হাসপাতালে। দিনটা ছিলো ১৭ মার্চ। ছোট্ট এক অস্ত্রোপচারে বড্ড বড় ভুল করে বসেন শিক্ষানবীশ এক চিকিৎসক। চেতনানাশক ওষুধের ভুল প্রয়োগে মস্তিস্কে রক্তসঞ্চালনে ব্যাঘাত ঘটায় কোমায় চলে যান আদামস। এরপর আর জেগে উঠা হয়নি।

পরের প্রায় চার দশকের গল্পটা, তার স্ত্রী বের্নাদেত্তের অকৃত্রিম ভালোবাসার। স্বামীকে বাঁচিয়ে রাখার প্রাণান্তকর চেষ্টায় দিন-রাত সেবা করেই কেটেছে তার সহধর্মীনির। ১৫ মাস পর হাসপাতাল কর্তৃপক্ষ হাল ছেড়ে দিলেও আশা হারাননি বের্নাদেত্তে। আদামসকে সুস্থ্য করে তুলতে চালিয়ে যান দীর্ঘ যুদ্ধ। যে যুদ্ধে অর্থ সহায়তা দিয়ে বিভিন্ন সময়ে পাশে দাঁড়ায় আদামসের ক্লাব নিম, নিস ও পিএসজি। পূর্বসূরির চিকিৎসায় এগিয়ে আসেন মিশেল প্লাতিনি, জিনেদিন জিদানরাও।

Advertisement

সময়ের সাথে এক বিন্দুও কমেনি স্ত্রীর ভালোবাসা। বরং বেড়েছে টান, বেড়েছে প্রিয়তমকে ফিরে পাবার আশা। ফুটবলার স্বামীকে উৎসর্গ করে একসময় বাড়ির নাম পাল্টে রাখেন হাউস অব বিউটিফুল স্লিপিং অ্যাথলেট।

যে ঘুম থেকে আর জেগে উঠা হয়নি আদামসের। সোমবার ডাক্তারের ঘোষণায় চলে গেলেন চিরনিদ্রায়।
 
ফ্রান্সের হয়ে ২২ ম্যাচ খেলা আদামসের শেকড় গাঁথা সেনেগালে। কৈশরের গন্ডি পেরুনোর আগেই পাড়ি জমান ফ্রান্সে। স্থানীয় এক পরিবারে দত্তক থাকা অবস্থায় পেশাদার ফুটবলে পা রাখেন আদামস। নিমে দারুণ পারফরমেন্স দেখিয়ে একসময় গায়ে জড়ান লেস ব্লু জার্সি। তার দেখানো পথ ধরেই পরবর্তীতে ফ্রান্স দলে খেলেছেন পশ্চিম আফ্রিকান বংশদ্ভূত মার্সেল দেসাই-প্যাটট্রিক ভিয়েরারা।

আদামসের জীবনাবসানের মাধ্যমেই অজানা এই ভালবাসার গল্প জানা হলো বিশ্ববাসীর। কিন্তু বের্নাদেত্তে. সে এখন ব্ড্ড একা।

এস

Advertisement

ফুটবল

রোনালদোকে কাঁদিয়ে নেইমারদের শিরোপা উদযাপন

Published

on

ইয়াসিন বনুর ম্যাচ জয়ী সেইভ দিতেই গ্যালারি থেকে নেইমারের দৌড়। এসেই লাফ দিলেন সতীর্থদের মাঝে।  অন্যদিকে কান্না আটকিয়ে রাখার চেষ্টায় রোনালদো। তবে তা পারলেন না পর্তুগিজ মহাতারকা।

সৌদি কিংস কাপের ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেইমার জুনিয়রের আল নাসর। যদিও ইনজুরির কারণে খেলতে না পারা নেইমারকে থাকতে হয়েছে গ্যালারির দর্শক হয়ে।

রোনালদো খেলেছিলেন পুরো ম্যাচে। তবে শেষ পর্যন্ত আসেনি দলের জয়। মৌসুম জুড়ে ট্রফি না পাওয়ার কষ্টটা তাই স্পষ্ট রোনালদোর চোখের পানিতে।

খেলার মাত্র ৭ মিনিটেই মিত্রোভচের গোলে এগিয়ে গিয়েছিলো আল হিলাল। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল করে ম্যাচে সমতা আনেন আয়মান ইয়াহিয়া।

এরপর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সেখানেও গোল করতে ব্যর্থ হয় দুই দলই, ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

Advertisement

পেনাল্টি শ্যুট আউটে প্রথম শটই মিস করে দুই দলই। এরপর বাকি চারটি শটে গোল করে আল হিলাল ও আল নাসর। আবার ষষ্ঠ শট মিস হয় দুই দলের। তবে সপ্তম শটে আল হিলাল গোল করতে পারলেও আল নাসর ব্যর্থ হয় গোল করতে।

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ ও বাংলাদেশ-ভারতের ম্যাচ সহ টিভিতে আজকের খেলা

Published

on

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।  রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

এছাড়াও আজ শনিবার (১ জুন) টিভিতে যতো খেলা।

 

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

ফাইনাল

Advertisement

রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড

রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রস্তুতি ম্যাচ

Advertisement

বাংলাদেশ-ভারত

রাত ৮-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১ ও নাগরিক টিভি

 

ফ্রেঞ্চ ওপেন

৩য় রাউন্ড

Advertisement

বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ২ ও ৫

 

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

গ্রুপ পর্ব

বিকেল ৪টা, টি স্পোর্টস

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

শত ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশ

Published

on

ছবি; ফিরোজ আহমেদ

চাইনিজ তাইপের কাছে প্রীতি ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ নারী দল। দুই দলের র‍্যাংকিং অবশ্য পার্থক্য বলে দেয়। তাইপে ও বাংলাদেশের র‍্যাংকিংয়ে ব্যবধানের পার্থক্য এক’শ। অর্থাৎ বাংলাদেশ যেখানে ১৪০ নম্বরে অবস্থান করছে, তাইপে সেখানে ৪০তম অবস্থানে। ফলাফল বলছে ফিফা প্রীতি ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ।

বসুন্ধরা কিংস অ্যারেনাতে মুখোমুখি হয়েছিল দুই দল। তাইপে ম্যাচের শুরু থেকেই নিজেদের শক্তির জানান দেয়। যার প্রমাণ আসে স্কোরলাইনেও। ম্যাচের ২৬ মিনিটের মধ্যে ৩ টি গোল হজম করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের মাথায় চতুর্থ গোল হজম করে স্বাগতিক দল। আর তাতে হ্যাটট্রিক পূরণ করেন সু ইউ-সুয়ান। তাইপের পক্ষে অন্য গোলটি করেন সু সিন ইউন।

বাংলাদেশ দল প্রায় ৭ মাস পর নতুন কোচ জেমস বাটলারের অধীনে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে। তবে সুখকর হলো না সময়টা। আগামী ৩ জুন বসুন্ধরা কিংসের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে দুই দল মুখোমুখি হবে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version