চতুর্থ বিয়ে করতে এসে ধরা পড়লো ডাক্তার

ঢাকার দোহারে বাল্যবিবাহ করার অপরাধে মো. আরিফুর রহমান (৩৮) নামে এক ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার রাতে উপজেলার সুতারপাড়া ঘারমোড়া এলাকা থেকে তাকে আটক করে সাজা দেন ভ্রাম্যমান আদালত। এরআগে তিনটি বিয়ে করেছিলেন তিনি। চতুর্থ বিয়ে করতে এসে ধরা খেল ডাক্তার।

সাজাপ্রাপ্ত ডা. মো. আরিফুর রহমান বরিশাল সদর উপজেলার সদরের মো. সিয়ামের ছেলে। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মিটর্ফোড মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০০৬ সালে নবজাতক ও শিশু বিভাগ থেকে এমবিবিএস পাশ করেন।

পুলিশ জানায়, দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় একটি বাল্যবিবাহ হচ্ছে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বরকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ বাল্যবিবাহ করার অপরাধে বর আরিফুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড ও নাবালিকার বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় দোহার থানার ওসি মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

তার সম্পর্কে খোঁজ নিয়ে পুলিশ জানান এর আগেও তিনি দোহার ও বরিশালে তিনটি বিয়ে করেছেন। এটি তার ৪র্থ বিয়ে ছিলো।

মুনিয়া

Recommended For You

Exit mobile version