Connect with us

ফুটবল

শেষ মুহূর্তের গোলে জয়ে শুরু রিয়ালের

Published

on

ম্যাচের পুরোটা সময় ধরেই দুর্দান্ত সব আক্রমণে রিয়াল মাদ্রিদের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছিল ইন্টার মিলান। দ্রুতগতির ফুটবল আর কাউন্টার অ্যাটাকে এদিন কার্লো আনচেলোত্তির শিষ্যরা যেন ড্র করলেই বাঁচে। তবে শেষ মুহুর্তের গোলে বদলে যায় সকল হিসেবনিকেশ। সান সিরো থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই গ্রুপ 'ডি' এর যাত্রা শুরু করলো ১৩ বারের চ্যাম্পিয়নরা। 

লউতারো মার্টিনেজ-এডিন জেকোকে সামনে রেখে ইন্টারের ৩-৫-২ ফর্মেশনে গড়া একাদশের সামনে প্রথমার্ধে বেশ কঠিন পরীক্ষাই দিয়েছে রিয়াল মাদ্রিদ রক্ষণভাগকে। তবে রিয়ালকে ইন্টারের একের পর এক আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন থিবো কর্তোয়া। বেলজিয়ান এই গোলরক্ষকের কল্যাণেই মূলত ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছেন করিম বেনজেমারা। ইনসাইড দ্যা বক্সে সেইভ দিয়েছেন পাঁচটি। যার অধিকাংশই প্রথম ৪৫ মিনিটে।

দ্বিতীয়ার্ধে অবশ্য খেলায় ফেরে রিয়াল। বল নিজেদের পায়ে রেখে বারবার আক্রমণের চেষ্টা করে গড়ে তুললেও সফলতা মিলছিল না। ইন্টারের গোলমুখে প্রথম শট নিতে লস ব্ল্যাংকোসদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৬০তম মিনিট পর্যন্ত। দানি কার্ভাহালের সেই শটও ফিরিয়ে দেন অধিনায়ক সামির হানদানোভিচ। এরপর রাইট উইংয়ে লুকাস ভাস্কেজকে উঠিয়ে রদ্রিগোকে নামিয়ে আক্রমণের ধার বাড়ান আনচেলোত্তি। 

ভিনিসিয়াস-বেনজেমা-রদ্রিগো আক্রমণভাগ নিয়ে ইন্টারের রক্ষণে আধিপত্য রেখেও যেন গোলের দেখা পেয়ে উঠছিল না স্প্যানিশ জায়ান্টরা। এমন পরিস্থিতিতে ড্র'র দিকেই এগোচ্ছিল ফলাফল। ৮০তম মিনিটে লুকা মদ্রিচের বদলি হিসেবে নামানো হয় ১৮ বছর বয়সি ফ্রেঞ্চ এটাকিং মিডফিল্ডার এডুয়ার্ড কামাভিঙ্গাকে। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকটা স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক এসিস্টে। 

ম্যাচের ৮৯তম মিনিটে ফেদে ভালভার্দের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে কামাভিঙ্গা আলতো ভলিতে ডান পাশে বাড়ান রদ্রিগোকে। আর ২০ বছর বয়সি ব্রাজিলয়ান এই ফুটবলার সেই বল ইন্টার মিলানের জালে জড়াতে ভুল করেননি। নির্ধারিত সময় শেষ হবার কয়েক সেকেন্ড আগে গোল হজম করে আর ম্যাচে ফেরা হয়নি স্বাগতিকদের। চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ আসরে রিয়ালের কাছে ঘরের মাঠে ২-০ তে হারের পর এবার পরাজয়ের ব্যবধানটা ১-০। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে নতুন আসর শুরু করা রিয়াল অবস্থান করছে নিজেদের গ্রুপের দ্বিতীয় স্থানে। 

Advertisement

এস

ফুটবল

প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় ফোডেন

Published

on

প্রিমিয়ার লিগে (২০২৩-২৪) মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ফিল ফোডেন। পুরো সময়ে দারুণ পারফরম্যান্স করে গেছেন ফোডেন। ইম্প্যাক্ট সাব হিসেবে নেমেও দলের প্রয়োজন মিটিয়েছেন বার বার। সেই পুরষ্কারই জিতলেন সেরা খেলোয়াড় হয়ে।

সিটির হয়ে পুরো মৌসুমে ১৭ টি গোল করেছেন ফোডেন, অ্যাসিস্ট করেছেন ৮ টি। আগামীকাল (রবিবার) ওয়েস্ট হ্যামের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হবে ম্যানসিটির। এরমধ্যে আনন্দের মাত্রা আরেকটু বেড়ে গেল ইংলিশ ফুটবলার ফোডেনের।

দলের হয়ে নানা জায়গায় ভূমিকা রেখেছেন ফোডেন। যখন যেখানে প্রয়োজন হয়েছে সেখানেই নিজেকে উজাড় করে দিয়েছেন। কিছুদিন আগেই ‘ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন’ এর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফোডেন।

Advertisement

পুরস্কার জিতে দারুণ খুশি ফোডেন। সময়টা খুব ভালোই যাচ্ছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “কী দারুণ এক সপ্তাহ! এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করতে পেরে নিজেকে বেশ সম্মানিত বোধ করছি। সবাইকে ধন্যবাদ যারা আমাকে ভোট করেছেন; সিটির স্টাফ-কোচদের, আমার পরিবার এবং অবশ্যই আমার সতীর্থদের। আমি খুবই খুশি, যেভাবে মৌসুমটা খেলেছি। এটা সম্ভব হতো না, তারা যদি আমার পাশে না থাকতো।”

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

সেরা তরুণ খেলোয়াড় হলেন পালমার

Published

on

চেলসির জন্য মৌসুমটা মোটেও ভালো যায়নি। শুরুটা হয়েছিল বেশ খারাপ, শেষদিকে এসে তবুও কিছুটা সম্মান বাঁচানো হয়েছে। টেবিলের ৬ নম্বরে এখন অবস্থান করছে দলটি। তবে চেলসির তরুণ খেলোয়াড় কোল পালমার মুগ্ধ করেছেন মৌসুম-জুড়ে। তার স্বীকৃতিও জুটলো, প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

পালমার অনেকটা একা হাতে চেলসিকে কিছুটা এগিয়ে দিয়েছেন। বলা হয় এমনটা। তিনি ৩৩ ম্যাচে ২২ গোল, ১০ অ্যাসিস্ট করেছেন। চেলসির হয়ে ঘরের মাটিতে ১৬ গোল করেছেন এই ইংলিশ উইঙ্গার। যা কিনা দিদিয়ের দ্রগবা ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পর পালমার এই অর্জনে ভাগ বসালেন।

সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করেছেন পালমার। তিনি লিখেছেন, “দারুণ! প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড় বানানোর জন্য। যারা আমাকে ভোট দিয়েছেন, সকলকে ধন্যবাদ। ক্লাবের সব সদস্য, পরিবার আর বন্ধুদের ছাড়া এ অর্জন কখনো সম্ভব হতো না।”

Advertisement

ম্যানচেস্টার সিটি থেকে গত গ্রীষ্মের দল-বদলে পালমারকে দলে নেয় চেলসি।

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

মেসি-বার্সার চুক্তির সেই ন্যাপকিন নিলামে বিক্রি

Published

on

১৩ বছর বয়সী লিওনেল মেসি বার্সেলোনার ট্রায়ালে সবাইকে অবকা করে দিয়েছিলেন।  মেসির প্রতিভায় মুগ্ধ হয়ে যেন অন্য কোনো ক্লাব তাকে কিনতে না পারে, সে জন্য তাড়াহুড়া করে একটি ন্যাপকিন পেপারের ওপর আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করেছিলো বার্সেলোনা।

গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল, ঐতিহাসিক সেই ন্যাপকিন পেপার মার্চে নিলামে তুলবে ব্রিটিশ নিলামপ্রতিষ্ঠান বোনহামস।  নিলামে ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ছিল ৩ লাখ ডলার।

মার্চে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, ন্যাপকিন পেপারের দাম ৬ লাখ ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে। কিন্তু মেসি-বার্সা চুক্তির সেই ন্যাপকিন পেপারটি শুক্রবার নিলামে ৯ লাখ ৬৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ২৯ লাখ টাকা) বিক্রি হয়েছে।

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version