‘জীবিত হতে নির্বাচন অফিসে আবেদন দিয়েছি’

আমি এখনো জীবিত আছি, তবুও ভোটার তালিকায় আমাকে মৃত দেখান হয়েছে। ভোটার তালিকায় জীবিত হতে নির্বাচন অফিসে আবেদন দিয়েছি। জানি না কবে এ সমস্যার সমাধান মিলবে। এ অভিযোগ বরগুনার আমতলীর আব্দুর রাজ্জাকের।

সম্প্রতি আব্দুর রাজ্জাক করোনার টিকা নেয়ার জন নিবন্ধন করতে গিয়ে ব্যর্থ হন। পরে নির্বাচন অফিসে গিয়ে জানতে পারেন তার নাম ভোটার তালিকা থেকে কেটে দেয়া হয়েছে। তিনি পাঁচ বছর আগেই মারা গেছেন।

উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বালিয়াতলী গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার নাম কাটা হয়েছে। নিজ কানে শুনলাম, আমি মারা গেছি।’ বিষয়টি আমি জানতাম না।

মো. আব্দুর রাজ্জাক পেশায় একজন কৃষক। বালিয়াতলী গ্রামের মো. আ. গনি হাওলাদারের ছেলে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ২০১৭ সালে ভোটার তালিকা হালনাগাদে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় এমন হতে পারে। এ বিষয়ে ভূক্তভোগীর একটি লিখিত আবেদন পেয়েছি।

Recommended For You

Exit mobile version