ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ূন কবির নিরব ওরফে আরজে নিরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার রাতে নিরবের বিরুদ্ধে একজন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করলে শুক্রবার (৮ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার আশিক হাসান বলেন, টাকা নিয়েও কিউকম থেকে সময়মত পণ্য না দেওয়ায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন এক গ্রাহক। সেই মামলায় আজ সকালে মোহাম্মদপুরে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি নিয়ে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রেআরো জানা যায়, কিউকমের প্রতারণার মাস্টারমাইন্ড হুমায়ূন কবির নিরব ওরফে আরজে নিরব। তিনি সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মাধ্যমে কিউকম সম্পর্কে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করেছেন। তার কথায় বিশ্বাস করে সাধারণ মানুষ লাখ লাখ টাকা বিনিয়োগ করে এখন পথে বসেছে।