মুফতি হান্নানের নির্দেশে মূল মঞ্চে গ্রেনেড ছোড়েন ইকবাল

মুফতি হান্নানের নির্দেশে একুশে আগস্ট আওয়ামী লীগের জনসভার মূল মঞ্চে গ্রেনেড ছোড়েন ইকবাল।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

গ্রেনেড হামলার ১৬ বছর এবং আদালতের রায়ের তিন বছর পর সোমবার রাতে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে ইকবালকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব ডিজি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল স্বীকার করে নিয়েছে যে, মুফতি হান্নানের নির্দেশে সে মঞ্চের দিকে গ্রেনেড ছুড়েছিল।

তিনি জানান, ইকবালের ২০০১ সালে তার চিন্তা-চেতনা ও মনস্তাত্বিক পরিবর্তন আসে। সে ঝিনাইদহের স্থানীয় এক জঙ্গী সদস্যদের মাধ্যমে হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি)তে যোগদান করে। ২০০৩ সালে মুফতি হান্নান ও অন্যান্য শীর্ষ নেতাদের সান্নিধ্যে চলে আসে এবং জঙ্গি প্রশিক্ষণ নিতে থাকে। সে ২০০৪ সালে আগস্ট মাসে মুফতি হান্নানের নির্দেশে ঢাকায় চলে আসে এবং গোপন আস্তানায় অবস্থান করতে থাকে। সেখানে হুজিবি নেতা মুফতি হান্নানসহ অন্যান্য সমমানদের সাথে গভীর সম্পর্ক তৈরি হয় এবং মুফতি হান্নানের সাথে বিভিন্ন স্থানে দলীয় গোপন বৈঠকে অংশগ্রহণ করতে থাকে।

র‌্যাব মহাপরিচালক জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর ইকবাল সে ঝিনাইদহে গমন করে এবং সেখানে আত্মগোপনে অবস্থান করতে থাকে। এ সময় আত্মগোপনে থাকাকালীন সে নিরাপত্তাকর্মী, শ্রমিক, রিকশা মেকানিক ইত্যাদি ছদ্মবেশ ধারণ করেছিল।

Recommended For You

Exit mobile version