গোসল করতে নেমে, পদ্মায় ডুবে কিশোরের মৃত্যু

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। জুমার নামাজ পড়ার জন্য পদ্মানদীতে গোসল করতে যায় ওই কিশোর। গোসল করতে নেমে স্রোতের তোড়ে আর উঠে আসতে পারেনি নিহত সুহাঈল।

শুক্রবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মোহাম্মদ সুহাঈল (১৮)। নিহত সুহাঈল রাজশাহী গণপূর্ত অধিদপ্তর ভবন মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।

খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে উদ্ধার করে। এ সময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, জুমার নামাজ পড়ার জন্য বেলা ১১টার দিকে সুহাঈল পদ্মানদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে আর উঠে আসতে পারেনি।

রাজপড়া থানার অধীনে থাকা রামেক হাসপাতাল পুলিশ বক্সের সদস্যদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করেন বলেও জানান- এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুকুল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Recommended For You

About the Author: Abdullah Mamun

Leave a Reply Cancel reply

Exit mobile version