পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গল্পের শুরুটা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে। অথচ দ্বিতীয় মেয়াদে সেই ওল্ড ট্রাফোর্ডের দলে ফিরে আসার পর ব্রাত্য হয়েছেন, দল থেকে বাদ পড়েছেন, বিতর্কিত সাক্ষাৎকার দিয়ে ক্লাবের সঙ্গে চুক্তিও খুইয়েছেন।
এ সব কিছুই ঘটেছে কোচ এরিক টেন হাগের সময়ে। রোনালদোর মতো তারকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় খুব বেশি চাপে ছিলেন না টেন হাগ। রোনালদোর বিদায়ে ‘ভালো ঘুম’ হয়েছে বলেও জানালেন তিনি।
লিভারপুল ম্যাচের আগে দেওয়া সাক্ষাৎকারে টেন হাগ জানালেন, ‘আসলে আমার কাছে কারণ ছিল, যা এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল না। যদি সিদ্ধান্ত পক্ষে না আসতো তাহলে আমি জানতাম এর ফল কী হতে পারে। আমি আসলে উদ্বিগ্ন ছিলাম না, ভালো ঘুমিয়েছিলামও সেই দিনগুলোতেও। ক্লাবের স্বার্থে, ক্লাবকে সামনে এগিয়ে নিতেই আমি সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করি।’
রোনালদো ক্লাব ছাড়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১১ ম্যাচে অপরাজিত আছে রেড ডেভিলসরা। সে সময় রোনালদোর পাশপাশি টেন হাগ একাদশের বাইরে রেখেছিলেন হ্যারি ম্যাগুয়ারকেও। প্রিমিরায় লিগের ম্যাচে আজ অলরেডস লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।