Connect with us

খেলাধুলা

১০ জন নিয়ে জিতল বার্সা, ব্যর্থ রিয়াল মাদ্রিদ

Published

on

বার্সা

এক রাতেই মিশ্র অভিজ্ঞতা দুই জায়ান্ট ক্লাবের। ১০ জনের দল নিয়েও ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। অন্যদিকে, রিয়াল বেতিসের বিপক্ষে কোনো রকমে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। যদিও ব্লাঙ্কোসদের সামনে সুযোগ ছিল বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও কমিয়ে নেয়ার। কিন্তু রিয়াল বেতিসের বিপক্ষে ড্র করায় সেটি সম্ভব হলো না। অন্যদিকে, ক্যাম্প ন্যুয়ে জয়ের রাতে প্রতিদ্বন্দ্বীদের থেকে আরও ৯ পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা। আর তাতে লিগ টেবিলেও শীর্ষে অবস্থান সু-সংহত করেছে জাভি হান্দাদেজের দল।

পেনাল্টি মিস এবং লাল কার্ডের জোর ধাক্কার মতো একের পর এক আঘাত বার্সেলোনা শিবিরে। তাতে অবশ্য খেই হারায়নি কাতালান ক্লাবটি। ক্যাম্প ন্যুয়ে রোববার লা লিগার ম্যাচে অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেও ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। শুরুর দিকে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান উইঙ্গা রাফিনিয়া।

ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নেয়ার পর সবশেষ লা লিগার ম্যাচে আলমেরিয়ার বিপক্ষেও হেরে বসে বার্সেলোনা। ওই ম্যাচের পর দলের পারফরম্যান্সকে ‘মৌসুমের সবচেয়ে বাজে’ বলেছিলেন ক্লাবটির কোচ জাভি। তবে সাম্প্রতিক সময়ের সব জড়তা কাটিয়ে ভালেন্সিয়ার বিপক্ষে শুরুটা দারুণ করে বার্সেলোনা। ম্যাচের ১৫ তম মিনিটেই এগিয়ে যায় তারা। বাঁ দিক থেকে বুসকেতস ক্রস বাড়ান ডি-বক্সে। দারুণ হেডে জালে বল পাঠান রাফিনিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একের পর এক নাটক। ম্যাচের ৫৫তম মিনিটে পেনাল্টি মিস করে বসেন স্প্যানিশ ফরোয়ার্ড তোরেস। ভালেন্সিয়ার ডি-বক্সে ডিফেন্ডার উগো গিয়ামনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে স্পট কিকে লক্ষ্যভেদ করতে পারেননি তোরেস। ম্যাচের ৫৯তম মিনিটে বড় ধাক্কাটা খায় বার্সেলোনা। প্রতি-আক্রমণে ওঠা ভালেন্সিয়ার ফরোয়ার্ড হুগো দুরোকে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার রোনালদ আরাউহো।

ঘটনাবহুল ম্যাচটিতে শেষ পর্যন্ত ১-০ গোল ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এদিকে, লা লিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেতিস। দুই দলের সামনে একাধিকবার গোল করার সুযোগ এলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছে উভয়ই। ফলে ম্যাচটি গোল শূন্য ড্র নিয়েই শেষ হয়েছে।

Advertisement

যদিও ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো বেতিস। ম্যাচের ৯ মিনিটে বেতিস উইঙ্গার আয়োজ পেরেজের ডান পায়ের নেওয়া সেই শট জালের ঠিকানা খুঁজে পায়নি। এরপর ১২ তম মিনিটে ডি-বক্সের সামনে থেকে ফ্রি কিকের সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা। গোল উৎসবও শুরু হয়ে যায় মাদ্রিদ শিবিরে। কিন্তু সব আনন্দ মাটি হয়ে যায় গোলের সংকেত না আসায়।

বেতিসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বল গোলে ঢোকার আগে মাদ্রিদ ডিফেন্ডার রুডিগারের হাত ছুঁয়েছে। বিষয়টি পরিষ্কার হতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নেয়া হয়। পরে দেখা যায় বলটি জার্মান ডিফেন্ডারের হাত ছুঁয়েই জালে জড়িয়েছে। তাতে বাতিল করা হয় গোলটি। শেষ পর্যন্ত জয়সূচক গোলের দেখা মেলেনি আর।

রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৪ ম্যাচ থেকে ৫৩ এবং বার্সেলোনার পয়েন্ট একই ম্যাচ থেকে ৬২। অন্যদিকে রিয়াল বেতিসের পয়েন্ট দাঁড়িয়েছে সমান সংখ্যক ম্যাচ থেকে ৪১। ক্লাবটি রয়েছে টেবিলের পাঁচে।

ক্রিকেট

ক্রিকেট বাদেও অন্য খেলার প্রতি নজর দেওয়ার আহ্বান মাশরাফির

Published

on

বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে ইতিবাচক মাশরাফি বিন মর্তুজা। আজ (সোমবার) বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ব্র্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। সেখানে গণমাধ্যমের সাথে মুখোমুখি হয়েছেন, কথা বলেছেন ক্রিকেট নিয়েও।

বাংলাদেশ দল এখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। সেখানে ৩ ম্যাচের সিরিজ শেষে বিশ্বকাপে অংশ নেবে তারা। মাশরাফির কাছে দলের সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হয়। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আশা তো অবশ্যই ভালো কিছু করবে।”

বিশ্বকাপ স্কোয়াড দেখার এখনো সুযোগ হয়নি এই সাবেক অধিনায়কের। এ ব্যাপারে তিনি বলেন, “(স্কোয়াড) দেখিনি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায়, যেভাবে যায়। তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না। আমিও তাই চাই। কমন কিছু খেলোয়াড় দেখেছি, শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পুরো দল এখনও দেখিনি।”

শুধু ক্রিকেট নয়, অন্য খেলাগুলোর প্রতি পৃষ্ঠপোষকতা নিয়ে কথা বলেন মাশরাফি। যেখানে ক্রিকেট সকলের নজর কেড়ে নয়, অন্য খেলাগুলোর প্রতিও ‘স্পনসর’দের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন এই ক্রিকেটার।

“ক্রিকেট বোর্ড চলে স্পনসরে। কিন্তু ক্রিকেট ছাড়া অন্য খেলাতে স্পনসররা এগিয়ে আসছে না। সবার এগিয়ে আসা উচিত। ফেডারেশনগুলোকেও স্পনসর খুঁজতে হবে। দেশের খেলাধুলার উন্নতিতে অবশ্যই তৃতীয় একটা পক্ষের প্রয়োজন। স্পনসররা হচ্ছে সেই তৃতীয় পক্ষ। তাদের এগিয়ে আসা উচিত।”

Advertisement

আজকের মতো সকল খেলার আয়োজনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মাশরাফি। শুধু ক্রিকেটকে গুরুত্বে রাখলে হবে না বলেও মত তার। পাশাপাশি অন্যান্য খেলাগুলোর প্রচার ও প্রসারে সবার এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

পাপুয়া নিউগিনির ‘বিশেষজ্ঞ’ কোচ সিমন্স

Published

on

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির (পিএনজি) কোচিং দলে যুক্ত হলেন ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দলটি যেবার বিশ্বকাপ জেতে, ২০১৬ সালের কথা- সেবারও কোচ হিসেবে ছিলেন সিমন্স। এবার পাপুয়া নিউগিনির ‘বিশেষজ্ঞ’ কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের সাথে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সম্পর্ক শেষ হয় সিমন্সের। তখন থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন তিনি। ত্রিনিবাগো নাইট রাইডার্স, এলএ নাইট রাইডার্স এবং করাচি কিংসের সাথে কাজ করেছেন তিনি।

পিএনজির প্রধান কোচ টটেন্ডা টাইবুকে সাহায্য করবেন সিমন্স। মূলত পরামর্শক হিসেবে দায়িত্ব থাকবে তার। সিমন্স বলেন, “এখানে আমার দায়িত্ব পরামর্শক হিসেবে, যেখানে আমি আমার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো।”

ক্যারিবিয়ান অঞ্চলে বিশ্বকাপ বলে আলাদা উচ্ছ্বাস দেখা গেছে সিমন্সের কণ্ঠে। তিনি ওয়েস্ট ইন্ডিজ, অর্থাৎ তার ঘরের মাঠগুলোতে কাজ করবেন- ফলে সবকিছু তার জন্য সহজ হবে বলে মনে হয় তার।

পোর্ট মর্সবি থেকে ৪ দিনের যাত্রা শেষে গত সপ্তাহের শেষে পিএনজি সেন্ট কিটসে এসে পৌঁছেছে। বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে দলটির। পাপুয়া নিউগিনি বিশ্বকাপে গ্রুপ-সি তে অবস্থান করছে। তাদের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে গায়ানাতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুনের ২ তারিখ।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

এইচপি ক্যাম্পের জন্য ২৫ জনের স্কোয়াড ঘোষণা

Published

on

আজ, সোমবার (২০ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতি দিয়েছে। যেখানে বলা হয়েছে আগামীকাল (২১ মে) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প। দীর্ঘ সময় পর এইচপি ক্যাম্প শুরু হবে, যেখানে ২৫ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এইচপি’তে অন্তর্ভুক্ত ২৫ জন ক্রিকেটার ২০ মে থেকে শুরু করে আগামী ১৪ জুন পর্যন্ত ক্যাম্প করবে। যেখানে তাদের ভাষা শিক্ষা (ইংরেজি), খাদ্য ও পুষ্টি জ্ঞান, গণমাধ্যম, ক্রিকেটের আইন-কানুন, দুর্নীতির বিরুদ্ধে নীতিমালা ইত্যাদি বিষয় শিক্ষা দেওয়া হবে।

আগামীকাল থেকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলবে ক্যাম্প। সেই ক্যাম্প শেষ করে বগুড়া ও রাজশাহীতে যাবে পুরো স্কোয়াড। সেখানে ম্যাচ সিনারিও, অনুশীলন, নিজেদের মধ্যে দল ভাগ করে খেলা- এসবে অংশ নেবেন ক্রিকেটাররা।

শুধু তাই নয়, বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষেও ম্যাচ খেলবে এইচপি স্কোয়াড। সবমিলিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত এই ইউনিটের কার্যক্রম চলবে বলে জানা যায়।

 

Advertisement

এইচপি’তে যাদের সুযোগ হলো:

 

ওপেনিং ব্যাটার

মাহফিজুর ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান শিবলি, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান।

মিডল অর্ডার ব্যাটার

Advertisement

আরিফুল ইসলাম, এসএম মেহরুব হাসান, আইচ মোল্লাহ, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার।

অলরাউন্ডার

মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন

স্পিনার

রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাঈম হোসেন সাকিব।

Advertisement

পেসার

রুয়েল মিয়া, রিপন মণ্ডল, আশিকুর জামান, রোহানাত দৌল্লা বর্ষণ।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version