ক্যাস মিস করলেন সাকিব, ইংলিশদের ঝড়ো ইনিংসে নাসুমের আঘাত

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেছে ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। সেই ঝড়ে আঘাত হেনেছেন টাইগার স্পিনার নাসুম আহমেদ।  দশম ওভারের শেষ বলে  ৩৮ করা ফিলিপ সল্টকে ফিয়েছেন তিনি।

ক্রিজের অপর প্রান্তে ২৫ বলে ৩৭ করে অপরাজিত আছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।এর আগে বাটলারের ক্যাস মিস করেছেন টাইগার অধিনায়ক সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮১ রান।

সংক্ষিপ্ত এই ফরম্যাটে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড। অতীতে দুই দল মাত্র একবার মুখোমুখি হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে ২০২১ বিশ্বকাপের সেই সাক্ষাতে আধিপত্য বিস্তার করেই জিতেছিল ইংল্যান্ড। এছাড়া আইসিসি র‍্যাঙ্কিংয়েও ইংল্যান্ড যেখানে তিন নম্বরে, সেখানে বাংলাদেশের অবস্থান নয়ে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭০ ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড। যেখানে ৯২ ম্যাচে জিতেছে ইংলিশরা, হেরেছে ৭২টিতে। অন্যদিকে বাংলাদেশ ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৪৯ জয়ের বিপরীতে হেরেছে ৯২টিতে। তবে গোল বলের খেলা ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে, তারাই শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়বে।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের একাদশ: জস বাটলার, ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

 

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version