ইভ্যালির বোর্ডের সদস্যরা সম্মানী কে কত পাবেন?

ইভ্যালি পরিচালনার জন্য যে বোর্ড গঠন করা হয়েছে সে বোর্ড সদস্যদের সম্মানী নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ১০ পৃষ্ঠার লিখিত আদেশ প্রকাশ করেন।

বোর্ডের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক প্রতি বোর্ড মিটিংয়ে ২৫ হাজার টাকা সম্মানী পাবেন এবং প্রতি বার্ষিক সাধারণ সভায় ২ লাখ টাকা পাবেন। 

বোর্ডের তিন সদস্য সাবেক সচিব মো. রেজাউল আহসান, আইনজীবী ব্যারিস্টার খান মো. শামীম আজিজ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ প্রতি বোর্ড মিটিংয়ে ১০ হাজার টাকা সম্মানী পাবেন। প্রতি বার্ষিক সাধারণ সভায় বোর্ডের এ তিন সদস্য এক লাখ টাকা করে সম্মানী পাবেন। 

বোর্ডের অপর সদস্য ওসএসডিতে থাকা অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর সরকারের কাছ থেকে বেতন নেবেন। তবে তিনি যখন অবসরে যাবেন তখন থেকে তার সর্বশেষ বেতনের আনুপাতিক ইভ্যালি থেকে বেতন পাবেন।

ইভ্যালি পরিচালনার জন্য বোর্ড গঠন সংক্রান্ত লিখিত আদেশে এ সম্মানী নির্ধারণ করে দেওয়া হয়।

Recommended For You

Exit mobile version