Connect with us

বিনোদন

টি-টোয়েন্টিতে পাক ক্রিকেটাররা সেরা: শাহরুখ

Published

on

টি-টোয়েন্টি

২০১০ সালের এক পুরোনো ভিডিওতে বলিউড কিং শাহরুখ খানকে পাকিস্তানের ক্রিকেটারদের পক্ষে ওকালতি করতে দেখা গেছে। সেসময় তিনি চেয়েছিলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অংশ হোক তারা।

দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে তারকা বলেন, টি-টোয়েন্টিতে পাক ক্রিকেটাররা সেরা।

শনিবার (০১ এপ্রিল) সামা টিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করেছিলেন পাকিস্তানি গায়ক ও অভিনেতা আলি জাফর। শাহরুখ খানের টাইমলাইন থেকে তা নিয়েছিলেন তিনি।

ওই সময় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অন্যতম কর্নধার ছিলেন কিং খান। গুণগত মানের খেলোয়াড়ের অভাবে দল সাজাতে হিমশিম খাচ্ছিলেন তিনি।

Advertisement

আইপিএল নিলামে পাকিস্তানের ক্রিকেটারদের জায়গা দেয়া হয়নি। পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এটা খুবই অসম্মানজনক।

শাহরুখ খান বলেন, আমি ব্যক্তিগতভাবে পাক অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে আমার দলে ভেড়াতে চেয়েছিলাম। শুধু তাই নয়, মোট ১১ পাকিস্তানি ক্রিকেটারকে নেয়ার জন্য সংক্ষিপ্ত তালিকা করেছিলাম আমি। তবে শেষমেষ তাদের কাউকেই নিতে পারিনি।

এতে ভারতীয় সমর্থকদের তুমুল সমালোচনার মুখে পড়েন শাহরুখ। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের রাজনৈতিক বৈরিতা আইপিএলে ভালোভাবে নিয়ন্ত্রণ করা উচিত। আমি সত্যিই বিশ্বাস করি, বিশ্বে ক্রিকেটে সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের খেলোয়াড়রা সেরা। তারা চ্যাম্পিয়ন ও চমৎকার।

শাহরুখ বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতা আছে। তবে খেলাধুলাকে এর মধ্যে জড়ানো উচিত নয়।

Advertisement

টলিউড

প্রযোজনায় হাত পাকাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি

Published

on

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে দেখা যায়, হিরোরা একটা সময়ের পরে নিজস্ব প্রযোজনা সংস্থা খোলেন। দেব, জিত, প্রসেনজিৎ থেকে শুরু করে অনেকেই রয়েছেন সেই তালিকায়। তবে শুধু নায়করাই নন, অনেক নায়িকাও প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়।

বড়পর্দা থেকে ওটিটির দুনিয়ায়ও প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে অনেকটা বদলে ফেলেছেন তিনি। এবার টলিউডে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতেই এই পদক্ষেপ নিচ্ছেন রাজের ঘরনী।

শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীরও নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। ঐ প্রযোজনা সংস্থার একাধিক ছবিতে অভিনয়ও করেছেন শুভশ্রী। এবার নিজেই প্রযোজনা সংস্থা শুরু করতে যাচ্ছেন তিনি।

বিষয়টি নিয়ে ঘনিষ্ঠজনদের কাছে মতামতও চেয়েছেন শুভশ্রী। জানা গেছে, রাজ এবং শুভশ্রী একে অপরের সঙ্গে হাত মিলিয়েই নিজ নিজ প্রযোজনা সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন।

চলতি বছরে আগস্টে মুক্তি পাবে রাজ পরিচালিত সিনেমা ‘বাবলি’। সিনেমাটি প্রযোজনা করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এটাই প্রথম নয়, এর আগে ওয়েব সিরিজও প্রযোজনা করেছেন তিনি। তবে এবার একেবারে নিজের প্রযোজনা সংস্থা খুলতে চান শুভশ্রী। অভিনয়ে যেমন খ্যাতি পেয়েছেন, এবার প্রযোজনা সংস্থা নিয়ে শুভশ্রী কতদূর যেতে পারেন, সেটাই দেখার।

Advertisement

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

নায়ক হয়ে আসছেন মান্নাপুত্র সিয়াম

Published

on

ঢাকাই সিনেমার প্রয়াত সুপারস্টার মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস। চলতি বছরেই রুপালি পর্দায় নায়ক হয়ে হাজির হবেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিয়াম নিজেই।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন। অভিনয়ের থেকে সিনেমা নির্মাণের দিকে বেশি আগ্রহ থাকলেও তাঁর বাবার ভক্তদের কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে যাচ্ছেন সিয়াম।

এ বিষয়ে সিয়াম বলেন, ‘অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। তবে এই মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না। চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন।’

সিয়াম আরও বলেন, ‘বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি। অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি।’

সিয়ামের এ ইচ্ছায় অবশেষে চলচ্চিত্রপ্রেমীদের চাওয়া পূরণ হতে চলেছে।

Advertisement

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

জুয়া ব্যবসায় জড়ালেন পরীমণি!

Published

on

সম্প্রতি অনলাইন জুয়া কোম্পানির সঙ্গে নাম জড়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহির। সেই রেশ কাটতে না কাটতে জুয়ার বিজ্ঞাপনে দেখা গেলো ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণিকে।

গেল মার্চে অনলাইন জুয়া কোম্পানিটির শুভেচ্ছাদূত হিসেবে পরীমণির নাম ঘোষণা করা হয়।  রোববার (২ জুন) নিজের ফেসবুক পেজে অভিনেত্রী ঐ কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেন। সেখানে ঐ জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে পরীমণি সবাইকে আমন্ত্রণ জানান।

জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হওয়ার বিষয়ে পরীমণি বিরক্তি প্রকাশ করে পাল্টা প্রশ্ন করেন, ‘কে বলেছে এটা জুয়া কোম্পানির ওয়েবসাইট? ভালো করে খোঁজ নিয়ে ফোন করুন।’ এরপরই ফোন কেটে দেন তিনি।

পরীমণি অস্বীকার করলেও ওই কোম্পানির ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, সেখানে চলছে বিভিন্ন লোভনীয় জুয়ার অফার।

রোববার থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আর এ উপলক্ষে অনলাইনে শুরু হয়ে গেছে জুয়ার রমরমা ব্যবসা। বিভিন্ন জুয়া কোম্পানি গ্রাহকদের আকর্ষণ করতে লোভনীয় সব অফার দিচ্ছে। শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত করছে ঢালিউড তারকাদের। তাঁদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কোম্পানিগুলো।

Advertisement

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version