সৌদি আরবে ইকামা নবায়নে নতুন নির্দেশনা

এখন থেকে তিন মাস পর পর রেসিডেন্সি পারমিট বা ইকামা নবায়ন করতে পারবেন সৌদি প্রবাসীরা। নবায়ন করা ইকামার ডিজিটাল কপি নিজের স্মার্টফোনেও সংরক্ষণ করতে পারবেন তারা।

বুধবার (৫ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ এ তথ্য জানিয়েছেন। খবর সৌদি গেজেটের।

আবশার আফ্রাদ নামে একটি প্ল্যাটফর্ম থেকে এই ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন প্রবাসীরা। সৌদি পাসপোর্ট জেনারেল অধিদপ্তর (জাওয়াজত) এবং ট্রাফিক অধিদপ্তরের সঙ্গে সম্পর্কিত এই প্ল্যাটফর্ম।  

গাল্‌ফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) প্রদেশের নাগরিকদের জন্যও এই নিবন্ধন পরিষেবা বাস্তবায়িত হবে। এই নিবন্ধনের মাধ্যমে প্রবাসীরা রেসিডেন্ট আইডির একটি ইলেকট্রনিক কার্ড পাবেন, যা তারা স্মার্টফোনে ডিজিটাল ইকামা হিসেবে সংরক্ষণ করতে পারবেন।

এর আগে সম্প্রতি প্রবাসীদের ইকামা নবায়নের জন্য সৌদি সরকার নির্ধারিত ফি তিন মাস পর পর পরিশোধের সুযোগ দিয়েছে দেশটি।

সেই মোতাবেক সৌদি ব্যাংকগুলো সরকারি খাতে অর্থ জমা দেয়ার পুরোনো পদ্ধতি নবায়ন করেছে। ফলে সহনীয় হয়েছে দেশটিতে বসবাসরত কর্মীদের ইকামা নবায়ন।

সূত্র: সৌদি গেজেট

এস

Recommended For You

Exit mobile version