বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও এক দেশে কিছুটা কমলেও অন্য দেশে আবার বেড়ে চলেছে সংক্রমণ। এতে বিচ্ছিন্ন থাকতে হচ্ছে এক দেশ থেকে আরররেক দেশকে। এটি আর এখন কোনও একটি দেশ বা অঞ্চলের সমস্যা না, বৈশ্বিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে।
বিশ্বজুড়ে আজ শনিবার ( ১৩ নভেম্বর) পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৩২ লাখ ২৯ হাজার ৮১০ জন। মারা গেছেন ৫১ লাখ ৪ হাজার ২১৪ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ কোটি ৯০ লাখ ৩ হাজার ৯৬৩ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে চার কোটি ৭৮ লাখ ৩৪ হাজার ৮১০ জন। এর আক্রান্তে দিক দিয়ে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৬০৯ জন। এরপরই রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হয়েছে দুই কোটি ১৯ লাখ ৪০ হাজার ৯৫০ জন।