বিশ্বজুড়ে করোনায় মৃত্যু-আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও এক দেশে কিছুটা কমলেও অন্য দেশে আবার বেড়ে চলেছে সংক্রমণ। এতে বিচ্ছিন্ন থাকতে হচ্ছে এক দেশ থেকে আরররেক দেশকে। এটি আর এখন কোনও একটি দেশ বা অঞ্চলের সমস্যা না, বৈশ্বিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে পাঁচ লাখ ৩৮ হাজার ৪০১ জন। একই সময়ে মারা গেছে আট হাজার ৩৫৩ জন। এদিন সুস্থ্ হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৫০৮ জন।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল পাঁচ লাখ ১৩ হাজার ২১০ জন। ওই দিন মারা য়ায় সাত হাজার ৭১৪জন।

বিশ্বজুড়ে আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৫৩১ জন। মারা গেছেন ৫১ লাখ ৩৮ হাজার ৮৯৭ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩ কোটি ১১ লাখ ১৯ হাজার ৪১০ জন।

Recommended For You

Exit mobile version