খালেদা জিয়া জীবন-মৃতুর সন্ধিক্ষণে : মির্জা ফখরুল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃতুর সন্ধিক্ষণে। খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে না জড়াবেন না। তাকে বিদেশ পাঠানোর আবেদন করছি। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এভারকেয়ারের চিকিৎসকরা জানিয়েছেন- প্রাণপণ চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার। উনার (খালেদা জিয়া) অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের বাইরে চিকিৎসা করানো খুব জরুরি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠালে তিনি সুস্থ হবেন।

তিনি বলেন, আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তার জীবন রক্ষা করুন। এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না।

মহাসচিব বলেন, খালেদা জিয়ার আহ্বানে এই দেশের মানুষ গণতন্ত্রকে এরশাদের হাত থেকে ছিনিয়ে এনেছিল। আজকে সেই গণতন্ত্র পুরোপুরিভাবে হারিয়ে গেছে।দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ আরও অনেকে।

Recommended For You

Exit mobile version