বুলগেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৪৫

বুলগেরিয়ায় বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।

বুলগেরিয়ার ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ ঘটনাটি নিশ্চিত করে জানান, দগ্ধ সাতজনকে উদ্ধার করে সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই পর্যটক বাসে অন্তত ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন শিশু।    

বুলগেরিয়ান নিউজ এজেন্সি বিটিএ’র খবরে বলা হয়েছে, পর্যটকবাহী বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল। রাজধানী সোফিয়া থেকে ৪০ কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলের বসনেক নামে একটি গ্রামে আসার পর স্ট্রমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

 

Recommended For You

Exit mobile version