রাশিয়ায় কয়লা খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

রাশিয়ায় কয়লা খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনায় মৃত্যুর ট্রাজেডির মধ্য দিয়ে উদ্ধার কাজ শেষ হয়েছে।

শিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) কেমোরোভা অঞ্চলের লিজতিজনায়া খনির একটি বায়ুচলাচল খাদে আগুন ধরে গেলে খনিটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এসময় আটকা পড়েন শ্রমিকরা। প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যুর খবর জানা যায়।

দেশের বিশাল খনি শিল্পে সর্বশেষ এই দুর্ঘটনার পর নিরাপত্তা বিধি লংঘনের সন্দেহজনক অভিযোগে রাশিয়ার কেমেরোভো অঞ্চলের খনির সিনিয়র ম্যানেজারকে আটক করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানায়, খনি কর্মী এবং উদ্ধার অভিযানে অংশ নেয়া ৬ জনসহ মোট ৫২ জনের মৃত্যু হয়েছে।

বায়ুচলাচল খাদে আগুন ধরে গেলে খনিটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে খনির ভেতরে ২৮৫ জন আটকা পড়ে। বেশিরভাগ খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে. তবে কর্মকর্তারা বলেছেন, ৩৫ জন খনি শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি।

এই খনি দুর্ঘটনার কারণ জানা যায়নি, তবে কিছু রাশিয়ান মিডিয়া রিপোর্টে বলেছে, খনির বায়ুচলাচল খাদের ধুলোয় আগুন ধরে যায়। এতে খনিটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

Recommended For You

Exit mobile version