ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি শুরু

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে হালকা বৃষ্টি শুরু হয়েছে। 

শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন।

পটুয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মাসুদ রানা বলেন, সকাল থেকে পটুয়াখালীতে হালকা বৃষ্টি হচ্ছে। সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় জাওয়ায়েদ ৮৯৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থা করছিল। এটি আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এদিকে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।

সকাল থেকে খেটে খাওয়া মানুষগুলো কাজে বের হতে পারছেন না। বড় বেকায়দায় এসব নিম্ন আয়ের মানুষ। 

এদিকে ঐ এলাকায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে।  

আবহাওয়াবিদ মো. মাসুদ রানা জানান, পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। তবে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

মুক্তা মাহমুদ

Recommended For You

Exit mobile version