Connect with us

ঢালিউড

দুই ছেলেকে নিয়ে ‘মা’ সিনেমা দেখতে চান পরীমণি

Published

on

আগামী ২৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আলোচিত চিত্রনায়িকা পরীমণি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মা’। দুই ছেলেকে নিয়ে সিনেমাটির প্রথম শো দেখার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

এমন কথায় যে কেউই চমকে যাবেন। প্রশ্ন হলো, পরীমণির সন্তান তো একটা, ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। এটা মোটামুটি সারা দেশের মানুষই জানেন। তাহলে আরেকটা ছেলে নায়িকা পাবেন কোথায়?

কারণটাও যে সবারই জানা, চিত্রনায়িকা পরীমণি যে এক সন্তানের মা। তাহলে আরেক সন্তানের কথা কোথা থেকে এল।

আসলে, ‘মা’ সিনেমায় পরীমণির সন্তানের চরিত্রে কয়েক মাস বয়সী যে ছোট্ট শিশুটিকে রাখা হয়েছে, সেও একটা ছেলেসন্তান। নিজের ছেলে রাজ্য আর পর্দার সেই ছেলেকে নিয়েই ‘মা’ দেখার ইচ্ছা প্রকাশ করেছেন নায়িকা।

ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে সেই ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। নিজের সন্তান রাজ্য এবং ওই শিশুটিকে নিয়ে দেখতে চান মুক্তি প্রতীক্ষিত ‘মা’ ছবিটি।

Advertisement

পরীমণি লিখেন- মা সিনেমার প্রধান এবং সর্ব কনিষ্ঠ আর্টিস্ট ইনি।♥️

রাজ্য তখন আমার পেটে। আর এই ছেলে বাচ্চাটার সাথে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো,

আমার কি ছেলে হবে!

বাচ্চাটা কতো বড় হয়ে গেছে আমার খুব দেখতে ইচ্ছা করছে।

আমার পরিচালক অরন্য আনোয়ার ভাইয়ের কাছে আমার এই একটা চাওয়া থাকলো। আমি আমার ছেলে আর আমার এই পর্দার ছেলে,এই দুই ছেলেকে নিয়ে মা সিনেমার প্রথম শো টা দেখতে চাই।

Advertisement

ঢালিউড

১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে তমা মির্জার আইনি নোটিশ

Published

on

শাকিব খানের সঙ্গে বিয়ের সম্ভাবনা রয়েছে-এমন মন্তব্য করে রাতারাতি আলোচনায় চলে আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এবার মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দিয়েছেন আরেক চিত্রনায়িকা তমা মির্জা।

বৃহস্পতিবার (২৩ মে) রেজিষ্ট্রি ডাক যোগে তমা মির্জার পক্ষে এ নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

নোটিশে সামাজিক মাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘চেটে চেটে নায়িকা হয়েছে তমা মীর্জা: মিষ্টি জান্নাত ‘ শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন তমা মির্জার আইনজীবী।

নোটিশে বলা হয়েছে, তাঁর এসব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তমা মির্জার সুনাম নষ্ট হয়েছে। এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। যা শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

তাই নোটিশে সাত দিনের মর্ধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তীতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

Advertisement

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

নিপুণ আক্তারকে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো ১৯ সংগঠন

Published

on

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি নিয়ে চলমান উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় বুধবার (২২ মে) বৈঠক করেছে ১৯টি সংগঠন। অভিনেত্রী নিপুণ আক্তারকে বয়কট করা হতে পারে বলে গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত নিপুণকে নিয়ে সিদ্ধান্ত বদলেছে ১৯ সংগঠনের সদস্যরা।  বৈঠকে প্রাথমিকভাবে বয়কটের সিদ্ধান্ত নিলেও পরে সেখান থেকে সরে আসেন তারা।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১৯ সংগঠনের মুখপাত্র মোহাম্মাদ ইকবাল ও শিল্পী সমিতির বর্তমান কমিটির মুখপাত্র ডিএ তায়েব। এ সময় ডি এ তায়েব বলেন, ‘আপনারা জানেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি এখন বিজ্ঞ আদালতের বিষয়। আদালতের ওপর আমরা শ্রদ্ধাশীল। সেটা আমরা আইনের মাধ্যমেই মোকাবিলা করবো।’

এদিকে মোহাম্মাদ ইকবাল বলেন, ‘বিশৃঙ্খল কথাবার্তা বলায় দুই পক্ষকে ১৯ সংগঠনের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে। যেন ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে তারা যেন সতর্ক থাকে। আমার এফডিসিতে কোনোরকম ঝামেলা চাই না আমরা সবাই একসঙ্গে থাকতে চাই।’

এদিকে বৈঠকের আগে নিপুণের শাস্তির দাবিতে বুধবার (২২ মে) দুপুর থেকে এফডিসিতে কয়েক দফা মিছিল হয়। সেখানে মূলকথা ছিল, ‘শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের শাস্তি দাবি’। বেশ কয়েকজন সিনিয়র ও জুনিয়র শিল্পী এতে অংশ নেন।

এসআই/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

আড়াই বছর পর অভিনয়ে ফিরছেন তাহসান খান

Published

on

দীর্ঘদিন অভিনেতা হিসেবে পর্দায় নেই তাহসান খান। তবে গান নিয়ে নিয়মিত সরব তিনি। ক’দিন আগেই ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশে প্রথমারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণে উপস্থাপকের ভূমিকায় থাকছেন তাহসান।

এবার তিনি অভিনয়েও নিয়মিত হবেন বলে জানালেন। আরিফুর রহমানের পরিচালনায় ‘বাজি’ নামে একটি ওয়েব সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। এটি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। এর আগে গোলাম সোহরাব দোদুলের ‘ছক’ নামে একটি ওয়েব ফিল্মের কাজের মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু তাঁর।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘এটা সত্যি যে, দীর্ঘদিন ধরেই অভিনয়ের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি না। কারণ, অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম। ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। এটিই আমার প্রথম ওয়েব সিরিজে অভিনয় করা।’

সিরিজটিতে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। সিরিজটি নিয়ে নির্মাতা আরিফুর রহমান বলেন, ‘ক্রিকেট নিয়ে সাজানো হয়েছে বাজির গল্প। শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান।’

সাত পর্বের ওয়েব সিরিজটি ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

Advertisement

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version