কাজিরহাট-আরিচা পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন

পাবনার কাজিরহাট-আরিচা রুটে ফেরি-সংকটের কারণে দুই পাড়ে আটকা পড়েছে চার শতাধিক যানবাহন। এতে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েছে। ট্রাক টার্মিনাল, আবাসিক হোটেল, পাবলিক টয়লেট, যাত্রীছাউনি ও লাইটিংয়ের ব্যবস্থা না থাকায় ট্রাকচালকরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। 

আজ শুক্রবার (১০ ডিসেম্বর)সকাল হতে কাজিরহাটে আড়াই ও আরিচায় এক কিলোমিটারজুড়ে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। 

৪ শতাধিক যানবাহনমাত্র চারটি লক্কড়ঝক্কড় ফেরি দিয়ে ধীরগতিতে যানবাহন পারাপার করা হচ্ছে।

ট্রাকচালকদের দাবি, বঙ্গবন্ধু সেতুতে নির্ধারিত ওজনের ব্যত্যয় হলে মাল খালাস করতে হয়। আর ফেরিতে এই সমস্যা নেই। এ জন্য আমরা নদী পারাপারকে বেছে নিই। টাকা দিয়ে ফেরি পারাপার হই। কিন্তু কর্তৃপক্ষ ঘাটে পর্যাপ্ত ফেরি দেয় না কেন? এমন প্রশ্ন করেন তারা।

 যাত্রীরা জানান, তিন দিন ধরে ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছি। সিরিয়াল পাওয়া তো দূরের কথা। বোধ হয় আরও তিন-চার দিন ঘাটে অবস্থান করা লাগতে পারে। একটি ফেরিতে তিন-চারটি করে যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির কাজীরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, চারটি ফেরি দিয়ে ঘাট সচল রাখা হয়েছিল। দুই পারে শত শত ট্রাক আটকা পড়ে আছে। ফেরি না বাড়ালে ঘাট সচল করা সম্ভব নয় বলে জানান তিনি। আরও দুটি পল্ট্ন স্থাপনের দাবি জানান তিনি।

 

এসআই/

Recommended For You

About the Author: Delwar Hossain

This is Delwar Hossain from Bangladesh, He is experienced in working in various organizations & industries. currently working in Bayanno TV As a Digtal Incharge.
Exit mobile version