বাড়ির লোকেরা তাকে মেরে মাংস খাওয়ার পরিকল্পনা করেছিলেন। আর সেই কারণেই তাদের গুলি করে খুন করছেন বলে দাবি করেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসের।
শনিবার (২৭ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা দ্য নিউ ইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম সিজার ওলাল্দে। বছর আঠারোর এই যুবক বিরুদ্ধে মা-বাবা এবং ভাইবোনকে খুনের অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, প্রতিবেশীদের কাছ থেকে খবর পান এক যুবক বাড়ির লোকেদের গুলি করে মারার চেষ্টা করছেন। সেই খবর পেয়েই সিজারদের বাড়িতে হাজির হয় তারা। কিন্তু ততক্ষণে বাড়ির সকলকেই গুলি করে খুন করেছিলেন যুবক।
পুলিশ কর্মকর্তা ক্রেগ বাস্টার বলেন, “আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছই। গিয়ে দেখি এক যুবক বন্দুক হাতে বাড়ির বারান্দায় বসে। পুলিশকে দেখামাত্রই গুলি চালানোর জন্য উদ্যত হন। তাকে আত্মসমর্পণ করার জন্য বোঝানো হয়।”
বেশি কিছুক্ষণ ধরে তাকে বোঝানোর পর অবশেষে সিজারকে বাগে আনতে সক্ষম হয় পুলিশ।
ক্রেগ জানিয়েছেন, ঘরের ভিতর থেকে সিজারের বাবা রুবেন ওলাল্দে, মা আয়দা, বোন লিসবেট এবং ভাই অলিভারের দেহ উদ্ধার হয়। ঘরের একাধিক জায়গায় গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। এর থেকে স্পষ্ট যে, যুবক পরিবারের সদস্যদের খুন করার উদ্দেশ্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছেন।
কেন তিনি পরিবারের সদস্যদের খুন করলেন?
পুলিশের জেরায় সিজার দাবি করেন, “ওরা আমাকে মারার পরিকল্পনা করেছিল। আমাকে মেরে মাংস খেত। তাই ওদের হাত থেকে বাঁচতেই এ কাজ করেছি।”
সিজারের দাবি কতটা সত্যি তা খতিয়ে দেখছে পুলিশ।