বয়স তার ৬০ ছুঁইছুঁই। এই বয়সে নতুন ভাবে কিছু শুরু করার কথা হয়তো অনেকে ভাবতেই পারে না। কিন্তু এই বয়সেই নতুন করে জীবনকে সাজানোর ভাবনা ভেবেছেন অভিনেতা আশিস বিদ্যার্থী। দীর্ঘ ২২ বছরের দাম্পত্যে ইতি টেনে সংসার পেতেছেন নতুন ভাবে।
২৫ মে রূপালি বড়ুয়াকে বিয়ে করেন আশিস। তারপর থেকে দফায় দফায় কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে। আশিস প্রথম নন। টলিউডেও এমন অনেক কাহিনি আছে।
ব্যক্তিগত সম্পর্কের জন্য বার বার দর্শকের কটাক্ষের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। স্বামী রাজীব কুমারের সঙ্গে আইনি বিচ্ছেদের পর আরও দু’বার সম্পর্কে জড়িয়েছিলেন নায়িকা। বিয়েও করেছিলেন। তা নিয়ে দর্শকদের কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে। শুধু কি শ্রাবন্তী?
বেশ কিছু দিন আগে নিজের সম্পর্কের কথা ঘোষণা করেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তার প্রথম বারের বিচ্ছেদ হয়েছে অনেক দিন হল। এক ছেলের মা তিনি। তারপর বয়সে ছোট কারও সঙ্গে প্রেম! এ কথা প্রকাশ্যে আসতেই চারিদিকে শুরু হয়েছিল সমালোচনা। আশিসের ক্ষেত্রেও পরিস্থিতি খানিকটা এমনটাই। এই পরিস্থিতিতে কী বললেন শ্রাবন্তী, রূপাঞ্জনারা?
একের অধিক যদি কেউ বিয়ে করেন? নতুন করে জীবন শুরু করতে চান, সেই ভাবনা কি অন্যায়?
আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, “আমি নিজের শর্তে বাঁচি। আর অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে তারাই চর্চা করেন, যাদের জীবনে ফাঁকা সময় অনেক।”
এ অভিনেত্রী আরও যোগ করেন, “তার খারাপ সময় তো পাশে দাঁড়িয়ে কেউ সাহায্য করেনি। তা হলে সে যদি ভাল থাকার চেষ্টা করেন, তা হলে অন্য জনের এত সমস্যা কিসের? উনি ভাল থাকতে চেয়েছেন। এটা তো অন্যায় নয়। খুব ভাল যে, ৫৭ বছর বয়সে নতুন ভাবে জীবন শুরু করার কথা ভেবেছেন। আমাদের তো প্রশংসা করা উচিত।”
একই সুর রূপাঞ্জনার গলায়। অভিনেত্রীর জীবনসঙ্গী তার থেকে ছ’বছরের ছোট। পাহাড়েই নিজেদের আংটিবদল সারেন তারা। সে ছবি প্রকাশ্যে আসার পরেও অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাকে।
আশিসের বিয়ে প্রসঙ্গে রূপাঞ্জনা আনন্দবাজার অনলাইনকে বলেন, “মানুষের মননটা জানা জরুরি। তারা যদি সকাল থেকে উঠে নেতিবাচক বিষয় খুঁজে খুঁজে বার করার চেষ্টা করেন, তা হলে বুঝতে হবে তাদের জীবনটাই আসলে এমন। কিছু হলেই তারা ভয় পান।
এগুলোতে বেশি না গুরুত্ব না দেয়াই ভাল। এটা তো তার জীবন। তিনি ভাবছেন। আশিসবাবুর সঙ্গে আমার একবারই আলাপ হয়েছিল। খুবই ভাল মানুষ বলে মনে হয়েছে। আমি যখন নিজের সম্পর্কের কথা ঘোষণা করি, তখনও অনেকে নানা মন্তব্য করেছিলেন। তবে তারাই এখন ভাল কথা বলেন। সুতরাং, আমি আশিসবাবুকে শুভেচ্ছা জানাব নতুন জীবনের জন্য।”