Connect with us

ফুটবল

আরবিকে আনুষ্ঠানিক ভাষা করতে যাচ্ছে ফিফা

Published

on

আরবিকে আনুষ্ঠানিক ভাষা হিসেবে ঘোষণা করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আরব কাপের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে এ প্রস্তাবনা উত্থাপন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

জানা যায়, সম্প্রতি আরব কাপের আয়োজক দেশ কাতার এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার স্টেকহোল্ডার দেশগুলোর প্রতিনিধির সঙ্গে দীর্ঘ আলোচনা করেন ফিফার কর্মকর্তারা। এর পর ফিফা সভাপতি ইনফান্তিনোর কাছে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব সাগ্রহে গ্রহণ করেন ইনফান্তিনো।

গত ১৮ ডিসেম্বর ছিল বিশ্ব আরব ভাষা দিবস। বিশ্বে অন্তত ২০ দেশের ৪৫ কোটি মানুষের মাতৃভাষা আরবি। এ ছাড়া বিশ্বব্যাপী অনেক দেশেই আরবি ভাষাভাষী মানুষ ছড়িয়ে আছে। তা ছাড়া ইসলাম ধর্মীয় ভাষা আরবি, বিধায় বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ে ভাষাটি নিয়মিতই চর্চিত।

উল্লেখ্য, বর্তমানে ফিফার চারটি আনুষ্ঠানিক ভাষা রয়েছে— ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান ও স্প্যানিশ। এবার এ তালিকায় পঞ্চম ভাষা হিসেবে যুক্ত হতে চলেছে আরবি।

Advertisement

 

এসআই/

ফুটবল

কাসেমিরো কি অফ সাইডের নিয়ম জানেন না!

Published

on

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ওনানা ক্লিয়ার করতে বল পাঠান মাঝ মাঠে। তখন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো দাঁড়িয়ে নিজেদের বক্সে। ওনানার পাঠানো বল চলে যায় আর্সেনালের ফুটবলারের কাছে।

সেখান থেকে আর্সেনাল রাইট ব্যাক বেন হোয়াইট পাস দেন কাই কাই হাভার্টজকে। কিন্তু কাসেমিরো তখনো তার নিকটতম সতীর্থদের থেকে প্রায় ১০ গজ দূরে দাঁড়িয়ে। অথচ তিনি প্রায় ৫ সেকেন্ড সময় পেয়েছিলেন, যা যথেষ্ট ছিলো হাভার্টজকে অফ সাইডে রাখতে।

ফলাফল অনসাইডে থাকা হাভার্টজ বল নিয়ে বক্সে ঢুকে দারুণ এক পাস দেন দেন লিয়ান্দ্রো ত্রোসারকে। এই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ত্রোসার।
এই একমাত্র গোলেই রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজয় বরণ করতে হয় এখনো লিগ টাইটেলে আশায় থাকা আর্সেনালের কাছে। চলতি মৌসুমে এটি রেড রেভিলদের ১৪ তম পরাজয়।

শুধু এই ম্যাচেই নয়, আগের ম্যাচেও নিজের নামের সুবিচার করতে পারেননি রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ বার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই ব্রাজিলিয়ান। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তার একের পর এক দৃষ্টু কটু ভুলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারতে হয়েছে ৪-০ গোলে।

এদিকে আসন্ন কোপা আমেরিকার জন্য ঘোষিত ব্রাজিল দলেও জায়গা হয়নি ৩২ বছর বয়সী কাসেমিরোর।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

আল হিলালের শিরোপা উৎসবে নেইমার

Published

on

ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরকে পেছনে ফেলে সৌদি প্রো লিগ জিতেছে নেইমারের আল হিলাল। যদিও চোটের কারণে গত বছরের অক্টোবর থেকেই মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা। তবে দলের শিরোপা জয়ের উদযাপনে পরিবার নিয়ে হাজির হয়েছেন নেইমার।

শনিবার রাতে পয়েন্ট তালিকার সবচেয়ে নিচের দল আল হাজমকে ৪-১ গোলে হারিয়েছে আল হিলাল। আর এই জয়ে ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয় দলটির।

সৌদি প্রো লিগে আল হিলাল শিরোপা জিতলো চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন ম্যাচ না হেরেই। ৩১ ম্যাচের একটিতেও হারেনি তাঁরা। ২৯ জয় আর ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৯।
সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা রোনালদোর আল নাসরের পয়েন্ট ৭৭।

লিগ শিরোপা হারলেও রোনালদো আল নাসরের সামনে সুযোগ আছে আল হিলালকে পেছনে ফেলার। আগামী ৩১ মে জেদ্দায় কিংস কাপের ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।
এদিকে চোটের কারণে এখনি মাঠে ফেরা হচ্ছে না নেইমারের। পুরোপুরি সুস্থ না হওয়ায় জায়গা হয়নি আসন্ন কোপা আমেরিকার জন্য ঘোষিত ব্রাজিল দলে।

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

ফুলহামকে হারিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি

Published

on

প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের আরও কাছাকাছি চলে এলো ম্যানচেস্টার সিটি। আজকের (শনিবার) ম্যাচে ফুলহামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। ফলে লিগ দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করতে থাকা আর্সেনালকে দুই’য়ে নামিয়ে শীর্ষে উঠে গেল সিটি।

ফুলহামের স্টেডিয়াম ক্র্যাভেন কটেজে মুখোমুখি হয়েছিল দুই দল। একরকম পাত্তা না দেওয়ার মতো করে খেলা চালিয়ে নিয়েছে ম্যানসিটি। জয়টা দরকার ছিল তো বটেই। সেই ক্ষুধা মাঠে দেখিয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

পুরো ৯০ মিনিটের ম্যাচে জোড়া গোল এসেছে সিটি ডিফেন্ডার ইওস্কো গাভারদিওলের পা থেকে। ম্যাচ পরিসংখ্যান থেকে দেখা যায়, সিটি যেখানে ১৬ টি শট নিয়েছে, সেখান ফুলহামের শট মাত্র ১ টি। অ্যাওয়ে ম্যাচ হলেও সিটির খেলার ধরনে তেমনটি মনে হয়নি। বরং দাপট বজায় রেখে ৬৫ শতাংশ ম্যাচ নিয়ন্ত্রণ নিয়ে খেলা শেষ করে ইতিহাদের সৈন্যরা।

গাভারদিওলের পায়ে প্রথম গোল আসে খেলার ১৩ মিনিটের মাথায়। দ্বিতীয় গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন, ৫৯ মিনিটে। ম্যাচের ৭১ মিনিটের মাথায় গাভারদিওলের সুযোগ আসে। সে সুযোগ মিস করেননি এই ক্রোয়েশিয়ান ডিফেন্ডার। ফুলহামের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। যোগ করা সময়ের খেলায় পেনাল্টি থেকে গোল করেন এই তরুণ।

ফুলহামের বিপক্ষে এই জয়ের পর ৩৬ ম্যাচে ২৬ জয় নিয়ে ৮৫ পয়েন্ট সহযোগে টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যানসিটি। অন্যদিকে আর্সেনালও সমান ৩৬ ম্যাচ খেলে ২৬ জয় পেয়ে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এদিকে সিটির জয়ে লিভারপুলের লিগ ধরে রাখার সম্ভাবনা একেবারেই নাই হয়ে গেল। ইয়ুর্গেন ক্লপের দল ৩৬ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৩ নম্বর অবস্থানে।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version