গত বছরের তুলনায় ডেঙ্গু রোগী বেড়েছে ছয় গুণ

ডেঙ্গু

মৌসুম এখনও শুরু হয়নি। অথচ গেল বছরের প্রথম পাঁচ মাসের তুলনায় প্রায় ছয় গুণ ডেঙ্গু রোগী বেড়েছে। এই হার আশঙ্কাজনক।

গেল বছর এ সময় ডেঙ্গুতে মৃত্যুর হার ছিলো শূন্য। কিন্ত এবার মারা গেছেন ১৬ জন। গত ২৪ ঘণ্টাতেই তিনজন ডেঙ্গু রোগী মারা গেছেন। নিহতদের সবাই রাজধানীর বাসিন্দা। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর হার।

সোমবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে মোট ৩৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩৮ জন। আর বাকী ৪৯ জন রোগী চিকিৎসা নিচ্ছে রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে।

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version