বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দেন তিতে। এরপর এখনো কোচ ঠিক করতে পারেনি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। দেশটির কোচ হিসেবে পছন্দের তালিকায় আছে বর্তমান রিয়েল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
তবে আনচেলত্তি বারবার সাফ জানিয়ে দিয়েছেন, রিয়ালেই থেকে যাবেন তিনি। তবুও হাল ছাড়ছে না ব্রাজিল। স্প্যানিশ ক্লাবটির কোচকে নিজেদের জাতীয় দলের কোচ করে আনার চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি এদনালদে রদ্রিগেস।
এই মাসেই আফ্রিকার দুই দেশে গিনি ও সেনেগালের সঙ্গে ইউরোপে মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ১৭ জুন স্পেনে তারা খেলবে গিনির সঙ্গে। আর ২০ জুন পর্তুগালে মাঠে নামবে সেনেগালের বিপক্ষে। এই সময়টাতেই আনচেলত্তি ও রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে কথা বলে তাদেরকে রাজি করানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন রদ্রিগেস।
রিও দে জেনেরিওতে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে রদ্রিগেস জানিয়েছেন, এই সফরের পরই বাস্তবতা অনেকটা স্পষ্ট হবে।
রদ্রিগেস বলেন, “আমাদের জন্য এই সফর খুবই গুরুত্বপূর্ণ (কোচ চূড়ান্ত করার ক্ষেত্রে)। আমার আনচেলত্তি ও রিয়াল মাদ্রিদের সভাপতির সঙ্গে কথা বলার ইচ্ছে আছে। এরপরই কেবল বলতে পারব, এটা হবে নাকি হবে না। এখনও পর্যন্ত আমাদের ‘প্ল্যান এ’ তাকে ঘিরেই এবং ইউরোপে এই সফরের পর চিত্র অনেকটা স্পষ্ট হবে।”
তিনি আরও জানান, “সমস্যা হলো, এখনও চুক্তি আছে এবং তা কেউই ভঙ্গ করতে চায় না। আমরা এটা ভাবনায় রেখেই এগোচ্ছি এবং আমাদের সামর্থ্যে যতটুকু আছে, সবটুকু দিয়েই চেষ্টা করছি কাজে লাগাতে এবং এটাকে বাস্তবে রূপ দিতে।”