বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ই জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি তিন দিন টুঙ্গিপাড়ায় জাতীয় কমিটির আয়োজনে আলোচনা সভা করার কথা জানালেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
১০ই জানুয়ারি বেলা ১২টায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানাবেন। পরে বিকেলে আলোচনা সভায় যোগ দিবেন তিনি। আর শিল্পকলা একাডেমীর আয়োজনে ১৩ থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে।
আজ ২৫ ডিসেম্বর (শনিবার) দুপুরে, ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেয়া কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
লঞ্চে আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন ফজলুল করিম সেলিম বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে মর্মান্তিক এই ঘটনা জাতির জন্য হৃদয় বিদারক।
প্রধানমন্ত্রী বিদেশে সফরে থেকেও আহতদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতা সূবর্নজয়ন্তীতে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চেয়েছেন কর্তৃপক্ষ জানান ফজলুল করিম সেলিম।
মুক্তা মাহমুদ