বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ১০ হাজারের বেশি

বিশ্বব্যাপী গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও সাড়ে ১০ হাজারের বেশি মানুষ। চার লাখ ৩৪ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, দিনের সর্বোচ্চ ২৩শ’র বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩২ হাজারের মতো।

টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যুর রেকর্ড হয়েছে ব্রাজিলে। বুধবার একদিনেই মারা গেছে এক হাজার ৯১০ জন। একদিন আগেই এক হাজার ৬৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু দুই লাখ ৬০ হাজারের কাছাকাছি। বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।

এদিন, এক হাজারের ওপর মৃত্যু দেখেছে মেক্সিকোও।

এছাড়া, রাশিয়া ও স্পেনে কোভিড নাইনটিনে মারা গেছে সাড়ে ৪শ’ জন।

বিশ্বে এখন পর্যন্ত সবমিলিয়ে মোট প্রাণহানি ২৫ লাখ ৭১ হাজারের কাছাকাছি। মোট সংক্রমিতের সংখ্যা ১১ কোটি ৫৭ লাখের ওপর।

 

এসএন

Recommended For You

Exit mobile version