বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান আনসার ফ্লাওয়ার মিল, দৌলতপুর, খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী
পদের নাম: ব্যবস্থাপক
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম বিএসসি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)। সমজাতীয় শিল্প প্রতিষ্ঠানে সমমর্যাদা সম্পন্ন পদে কমপক্ষে ১২ বছর অভিজ্ঞতা। অফিস পরিচালনায় পারদর্শী হতে হবে। MBA ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে। MS-Word, MS Excel, MS PowerPoint এবং MS Access সম্পর্কে ধারণা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, টিএ/ডিএ,মোবাইল বিল, উৎসব ভাতা, বাসা ও গাড়ি ইত্যাদি সুবিধা রয়েছে।
বয়স: অনূর্ধ্ব ৪৫ (পঁয়তাল্লিশ) বছর।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ক) আবেদনপত্রে নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা (পাশের সন ও প্রাপ্ত বিভাগ/জিপিএসহ ) জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা, সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। খ) আবেদনপত্রের সঙ্গে সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, ইউনিয়ন/পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। গ) আবেদনের সাথে সোনালী ব্যাংক লি: হতে “ম্যানেজিং ডাইরেক্টর, আনসার ফ্লাওয়ার মিল” অনুকূলে প্রার্থীকে ২০০/- (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট/ পে- অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (ওয়েলফেয়ার), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা-১২১৯।
আবেদনের শেষ তারিখ: ২৭ আগস্ট ২০২৩