শিল্পী সমিতির নির্বাচনের দিন প্রযোজক, পরিচালকসহ ১৭ সংগঠনের কাউকেই এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি। বেশ কয়েকজন বরেণ্য পরিচালক সেদিন এফডিসির গেট থেকে বিষণ্ন মুখে ঘরে ফিরেছিলেন। এরই প্রতিবাদে এফডিসিতে পূর্বঘোষিত বিক্ষোভ করেছেন ১৭ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা এমডি নুজহাত ইয়াসমিনের কুশপুত্তলি পোড়ান তারা।
আজ রোববার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার পর পরিচালক সমিতির সামনে এমডির কুশপুত্তলি পোড়ায় ১৭ সংগঠনের নেতাকর্মীরা। কুশপুত্তলি পোড়ানোর সময় এফডিসিতে উপস্থিত ছিলেন এমডি।
এমডি নুজহাত ইয়াসমিনকে নিজের অফিস বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ঢুকতে দেওয়া হবে না- আন্দোলনকারীদের এমন ঘোষণার মধ্যেই সকাল সকাল এফডিসিতে ঢুকে পড়েন নুজহাত।
গেলো শুক্রবার (২৮ জানুয়ারি) শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওইদিন চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রবেশ করতে দেয়া হয়নি। আর এ কারণেই এমডি নুজহাত ইয়াসমিনের অপসারণ চান তারা।
নির্বাচনকে কেন্দ্র করে চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে না দেয়ার বিষয়টি অপমানজনক দাবি করে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো।
গেল শনিবার (২৯ জানুয়ারি) ১৮ সংগঠনের পক্ষে পীরজাদা শহীদুল হারুনকে চলচ্চিত্র থেকে আজীবন নিষিদ্ধ করার ঘোষণা দেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। টেলিভিশন অভিনয় শিল্পী সংঘও পীরজাদা হারুনকে নাটকে অবাঞ্ছিত ঘোষণার পক্ষে একমত পোষণ করেছেন।
সোহানুর রহমান সোহান বলেন, পীরজাদা শহীদুল হারুন দল পাকিয়ে এই ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজে প্রবেশের ব্যাপারে অনুমতি দিয়েছেন। তেজগাঁও জোনের ডিসিকেও এ বিষয়ে জানানো হয়েছে যেন ঢুকতে দেয়া হয়। এ কথা জেনেও ১৭ সংগঠনের কার্ডধারী সদস্যরা এফডিসিতে এসেছিলেন। কিন্তু নির্বাচনের দিন সকালে কাউকে ঢুকতে দেয়া হয়নি।
তিনি আরও বলেন, পীরজাদা হারুন এবং এফডিসির এমডি মিলেই নির্বাচনে চক্রান্ত করতে ঢুকতে দেয়া হয়নি। তাই এমডিরও অপসারণের দাবি জানানো হয়।
প্রসঙ্গত, নিজেদের অপমানের বদলা নিতে তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে চলচ্চিত্রের ১৭ সংগঠনের নেতাকর্মীরা। তারই অংশ হিসেবে ‘কুশপুত্তলি পোড়ানো’ কর্মসূচি পালন করেন তারা।
তাসনিয়া রহমান