টানা তৃতীয় জয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫২ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার দেয়া ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩১ রানে গুটিয়ে গেছে চট্টগ্রামের ইনিংস।গেলো ম্যাচেই দুইশ ছাড়ানো ইনিংস নিয়ে দারুণ জয় তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু, জয়ের ছন্দ ছাপিয়ে চট্টগ্রাম শিবিরে অস্থিরতা শুরু হয় মেহেদী হাসান মিরাজকে নিয়ে। এ অস্থিরতার মধ্যে আজ সোমবার (৩১ জানুয়ারি) মাঠে নেমে কুমিল্লার কাছে পাত্তাই পেলো না চট্টগ্রাম।  ব্যাটে-বলের দাপটে চট্টগ্রামকে উড়িয়ে জয়ের ছন্দ ধরে রেখেছে কুমিল্লা। 

চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় কুমিল্লা। তবে দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত্তি এনে দেন লিটন দাস ও ডু প্লেসি। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামা লিটন আউট হন ৪৭ রানে।

অন্যপ্রান্তে ডেলপোর্টের সঙ্গেও অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি গড়েন ডু প্লেসি। তাতে ৩ উইকেটে ১৮৩ রান তোলে কুমিল্লা। ৫৫ বলে ৮৩ রানে ডু প্লেসি ও ডেলপোর্ট ২৩ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন।

জবাবে ব্যাট করতে নেমে ৯ রানে দুই উইকেট হারায় চট্টগ্রাম। একপ্রান্তে ওপেনার উইল জ্যাকস ঝড়ো ব্যাট করলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। এতে ৭২ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় চট্টগ্রাম। জ্যাকস ৬৯ রান করলেও হার মানতে হয় স্বাগতিকদের। নির্ধারিত ওভারে শেষ পর্যন্ত ১৩১ রানে থামে চট্টগ্রাম।

হাসিব মোহাম্মদ

Recommended For You

Exit mobile version