সিরিয়ায় তুরস্কের বিমান হামলা, নিহত ৪

সিরিয়ায় একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এই ঘটনায় কমপক্ষে চারজন মারা গেছেন। সিরিয়ার পাশাপাশি ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলেও বিমান হামলা চালিয়েছে তুর্কি সেনারা। 

গেলো বুধবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকায় বিমান ও ড্রোন হামলা চালায় সিরিয়া। এরমধ্যে হাসাকে প্রদেশের মালিকিয়ায় একটি বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে বিদ্যুৎ কেন্দ্রটির কর্মচারীসহও কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের বেশ কয়েকজন আহত হয়েছেন। 

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুর্দিবিরোধী অভিযানে ৬০টি যুদ্ধবিমান অংশ নেয়। ছয়টি বিমান ঘাঁটি থেকে এ অভিযান চালানো হয়। সিরিয়া ও ইরাকে থাকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ও সিরীয় কুর্দি ওয়াইপিজি জঙ্গি নির্মূল অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয় বলে দাবি করছে তুরস্ক।

এদিকে, তুরস্কের সীমানা সন্ত্রাসমুক্ত রাখতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গেলো মাসে হাসাকে আইএসের সদস্যরা জেল ভাঙার চেষ্টা করে।

তাসনিয়া রহমান

Recommended For You

Exit mobile version