রাজধানীর দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৬৭ কেজি গাঁজা এবং ২২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা পর্যন্ত র্যাব-৪ এর একটি দল দারুস সালাম থানাধীন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন; মো. সাইদুর রহমান রাসেল (৩৬), মো. রবিউল ইসলাম (২২), সজিব হোসেন ওরফে রমজান আলী (২১)।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
মুক্তা মাহমুদ