এক নারীকে জোরপূর্বক অপহরণের পর ধর্ষণের অভিযোগে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ গেলো বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নাঈমকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার আসামি নাঈম কাজীকে আদালতে পাঠায়।
মামলার তথ্যে জানা যায়, নাঈম কাজী গেলো ২১ জানুয়ারি শুক্রবার ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পর তাকে ধর্ষণ করে।
তরুণীর পিতা ছাত্রলীগ নেতা নাঈমকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করেন।
মুকসুদপুর থানার পরিদর্শক খোন্দকার আমিনুল ইসলাম বলেন, এই ব্যাপারে থানায়ও একটি মামলা দায়ের করা হয়েছে।