শেষ ওভারের নাটকীয়তায় ১ রানের দারুন জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জয়ে কুমিল্লার বোলারদের যতোটা না অবদান, তার চেয়েও বেশি দায় ফরচুন বরিশালের ব্যাটারদের। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত’র।
বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান ৭ বলে ৭ রান করে আউট হওয়ার পর শান্ত উইকেটে আসেন। জয়ের জন্য তখন বরিশালের প্রয়োজন ৩৩ বলে ৩৫ রান। যা মোটেও অসম্ভব কিছু ছিলো না। নুরুল হাসান সোহানের ব্যাটে বেশ ভালোই এগোচ্ছিলো বরিশালে স্কোর। ওই সময়ে দাঁড়িয়ে ১৫ বলে ১২ রানের ইনিংস খেলেন শান্ত। যার অর্ধেক রান এসেছে আবার ছক্কা থেকে। শুধু তাই নয়, তার ডাকে সাড়া দিয়ে অপ্রয়োজনীয় রান নিতে গিয়ে রান-আউট হয়ে যান ১৩ বলে ১৪ রানে থাকা সোহান।
ব্যাট ওপরে ছুড়ে মেরে রাগে গজগজ করতে করতে তিনি মাঠ ছাড়েন। এই উইকেটরক্ষক ব্যাটার আউট হওয়ার পরও জয়ের সুযোগ ছিলো বরিশালের। ২১ বলে দরকার ছিল ১৯ রানের। শান্তর সুযোগ ছিলো ম্যাচ জেতানোর। কিন্তু তা না করেন ম্যাচটার বারোটা বাজিয়ে দিয়েছেন ধীর গতির ইনিংস খেলে। অথচ বিপিএল টুর্নামেন্ট চলাকালে সাংবাদিকদের শান্ত বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে তিনি মোটেও চিন্তিত নন।
আসরের ১১ ম্যাচে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর সংগ্রহ মাত্র ১৮৮ রান। বল খেলেছেন রানের চেয়েও বেশি, ২০৫টি। গড় মাত্র ২০.৮৮ আর স্ট্রাইক রেট ৯১.৭০। ৪৫ হলো তার সর্বোচ্চ সংগ্রহ। খুলনা টাইগার্সের বিপক্ষে ওই ম্যাচে তিনি ৪০ বলে ৪৫ করেছিলেন। আর একটি ম্যাচে ত্রিশের ঘরে ছিলো তার রান। পাশাপাশি চার ম্যাচে বোলিং করে নিয়েছেন ৩ উইকেট।
হাসিব মোহাম্মদ