Connect with us

আন্তর্জাতিক

ড্যানিয়েল: লণ্ডভণ্ড লিবিয়ায় এখনও প্রতি মিনিটে বাড়ছে মরদেহ

Published

on

গত সোমবার লিবিয়ার উপকূলীয় শহর ডেরনায় শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে নিহতদের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে। আর এখনও নিখোঁজ রয়েছেন আরও ১০ হাজারের বেশি।

মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয় লিবিয়ান রেড ক্রিসেন্ট এর বরাত দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, উদ্ধার অভিযানে স্থানীয় সময় শনিবার পর্যন্ত প্রায় চার হাজার মরদেহ উদ্ধার করার পাশাপাশি ওইসব মরদেহ শনাক্ত করা হয়েছে। আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করা এই সংস্থাটির মতে, এখনও ৯ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতের পাশাপাশি নিখোঁজ হওয়াদের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার দেওয়া লিবিয়ান রেড ক্রিসেন্টের তথ্যমতে,  ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে অন্তত ১১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। এ প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও ১০ হাজা্র ১০০ জন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে  বলে এবিসি নিউজকে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

লিবিয়ান রেড ক্রিসেন্টের  বন্দর নগরী দেরনা এলাকার প্রধান কর্মকর্তা আহমেদ আল হাদল বলেন,প্রায় ১৫০ কিলোমি টার দূরে সমুদ্র সৈকতে প্রায় প্রতিমিনিটে মরদেহ ভেসে আসছে।

এদিকে,লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশের স্বাস্থ্য বিষয়কমন্ত্রী ওথম্যান আবদুল জলিল জানিয়েছেন, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে এ পর্যন্ত ৩ হাজার ১৬৬ জনের মরদেহ রেকর্ড করা হয়েছে। এমতাবস্থায় সরকারি  ও বেসিরকারি পরিসংখ্যানে নিহত ও নিখোঁজের সংখ্যার বিশাল পার্থক্য হওয়ায় দেশটির প্রশাসনিক দুর্বলতা ফুটে ওঠেছে।

Advertisement

সোমবার লিবিয়ার পূর্বাঞ্চলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তার প্রভাবে ঝড় বৃষ্টি ও  বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। উপকূলীয় শহর ডেরনা মূলত জনমানবহীন হয়ে পড়ে। পানির তোড়ে ভেসে গেছেন কয়েক হাজার মানুষ। স্বজনহারাদের কান্নায় নিমজ্জিত গোটা শহর।

আন্তর্জাতিক

রেকর্ড তাপমাত্রায় ভারতে ৫৪ জনের মৃত্যু

Published

on

ভারতে চলছে তীব্র তাপপ্রবাহ। কোথাও তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস, কোথাও আবার ৫০ ডিগ্রি ছুঁইছুঁই। গেলো বুধবার (২৯ মে) দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস (১২৬ দশমিক এক ডিগ্রি ফারেনহাইট), যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। চলতি মৌসুমের এই গরম এবং তাপপ্রবাহের জেরে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মে) স্থানীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির ওপর দিয়ে ধুলোঝড় বইতে পারে। উত্তরপ্রদেশে ৩১ মে থেকে ১ জুন ধুলোঝড়ের পূর্বাভাস রয়েছে। হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ৩১ মে ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে।

আইএমডি সূত্রে জানা যায়, ৩১ মে থেকে ২ জুনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে বজ্রপাতসহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি বেশি। একইসঙ্গে পানির প্রবল সঙ্কটে ভুগছে রাজধানীবাসী। আগামী ৪৮ ঘণ্টায় পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

শুধু দিল্লি নয়, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের মানুষ গরমে অতিষ্ঠ। তীব্র গরমে হিট স্ট্রোকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বিহারে। বাংলার প্রতিবেশী রাজ্যে গরমে মৃত্যু হয়েছে ৩২ জনের। ওড়িশায় ১০ জন, ঝাড়খণ্ড এবং রাজস্থানে পাঁচ জন করে মারা গেছেন। উত্তরপ্রদেশের সুলতানপুরে এক জনের মৃত্যুর খবর মিলেছে।

Advertisement

প্রসঙ্গত, দিল্লিতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বিহারের এক বাসিন্দার। চিকিৎসকেরা জানিয়েছেন, তার জ্বর হয়েছিল। শরীরের তাপমাত্রা পৌঁছেছিল ১০৭ ডিগ্রি ফারেনহাইটে, যা স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি বেশি।

এএম/

 

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

জিম্মিদের মুক্তি ব্যতীত কোনো শান্তি চুক্তি নয় : ইসরাইল  

Published

on

ফাইল ছবি

হামাসের কাছে থাকা বন্দী সব জিম্মিকে মুক্তি না দিলে কোন ধরনের শান্তি চুক্তি করবে না ইসরাইল।

দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সকে বলেন ওই কর্মকর্তা বলেন, সবার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে। যদি তা না হয়—গাজায় অভিযান থামবে না কোনো চুক্তিও হবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে হামাস। সেই বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আর কোনো আলোচনায় অংশ নিতে রাজি নয় তারা।

তবে ইসরাইল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে, তাহলে সব জিম্মিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি স্থায়ী শান্তি চুক্তির জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে গোষ্ঠীটি।

Advertisement

এনএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

Published

on

ফাইল ছবি

লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। খবর রয়টার্স

শুক্রবার (৩১ মে) এক বিবৃতিতে হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ কথা জানান।

ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় ১৩টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

এনএস/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version