বাংলা ভাষাকে এগিয়ে নিতে শুদ্ধ চর্চা করতে হবে

সমৃদ্ধ একটি ভাষা হিসেবে বাংলা ভাষা সারাবিশ্বে সমাদৃত। এ ভাষাকে আরও এগিয়ে নিতে ভাষার শুদ্ধ চর্চা করতে হবে। জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, বাংলা ভাষা ব্যবহারের সময় সকলকে সচেতন হতে হবে। শুদ্ধ উচ্চারণে কথা বলা ও শুদ্ধ বানান লেখার ওপর গুরুত্ব দিতে হবে। শুদ্ধ চর্চার মধ্য দিয়েই এই ভাষাকে আরও এগিয়ে নেয়া সম্ভব।

প্রতিমন্ত্রী এ সময় শিক্ষার্থীদের মাতৃভাষায় আরও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রাফিউল আলম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অনন্যা চৈতী

Recommended For You

Exit mobile version