নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আছে ,দাবি পরিকল্পনামন্ত্রীর

নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা বলছেন বাজারে আগুন, জীবন চালানো দুর্বিষহ। তবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দাবি করছেন, নিত্যপণ্যের বাজার তাদের নিয়ন্ত্রণে আছে। আজ বুধবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। 

বাজারে মোটা চালের কেজি ৫২ টাকা, ১৬৫-১৬৮ টাকা লিটার বোতলজাত সয়াবিন তেল, পেঁয়াজ ৫৫ টাকা কেজি। চাল, ডাল, তেল, ওষুধসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। 

মূল্যস্ফীতি বাড়ার কথা স্বীকার করে নিয়েই মন্ত্রী গণমাধ্যমকে বলেন, জনগণের ক্রয় ক্ষমতা বেড়েছে। ভারত এবং যুক্তরাজ্যের তুলনায় বাংলাদেশের মূল্যস্ফীতি কম। 

এ সময় এম এ মান্নান আরও বলেন, গতকাল মঙ্গলবার (১ মার্চ) সিলেটে গিয়ে তিনি সেখানে দেখেন ট্রাকে ট্রাকে মাল বিক্রি হচ্ছে। 

বাজার ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রপ্তানির বাজারে শ্রম ও পণ্যের বাজারও ইতিবাচক। সার্বজনীন পেনশন সকল সব মহলে সাড়া ফেলেছে।

অনন্যা চৈতী

Recommended For You

Exit mobile version