যুদ্ধ বন্ধে পুতিনকে সরাসরি আলোচনার প্রস্তাব জেলেনস্কির

যুদ্ধ বন্ধে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি পুতিন।

তিনি বলেন, আমি পুতিনের সঙ্গে কথা বলতে চাই এমন নয়। আমাকে পুতিনের সাথে কথা বলতে হবে। বিশ্বকে পুতিনের সঙ্গে কথা বলতে হবে। এছাড়া এই যুদ্ধ থামানোর আর কোনো উপায় নেই।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুতিনের সামরিক আক্রমণ সফল হলে রাশিয়া বাকি ইউরোপে অগ্রসর হতে পারে।

পাশাপাশি পশ্চিমকে কিয়েভে সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন জেলেনস্কির।

এদিকে, দুদেশের কর্মকর্তাদের দ্বিতীয় দফার বৈঠকে বেসামরিক মানুষকে নিরাপদ স্থানে সরানোর ব্যাপারে সম্মত হয়েছে মস্কো ও কিয়েভ।

এমন আলোচনার মাঝেও থেমে নেই যুদ্ধ। ধ্বংসপুরীতে রুপ নিয়েছে চেরনিহিভ, মারিউপোল, খেরসন, খারকিভসহ অনেক শহর। সরকারি অফিস, আবাসিক ভবন লক্ষ্য করে চারদিক থেকে দফায় দফায় বিমান আর রকেট হামলা চালায় রাশিয়া।

এদিকে, ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে রাশিয়া এবং ইউক্রেনের সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি ভবনে রাশিয়ার বোমা হামলায় সেখানে আগুন ধরে যায়। এই বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে আবাসিক এলাকায় বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ও স্কুলে রাশিয়ান বাহিনীর হামলায় ৩৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।

Recommended For You

Exit mobile version