ইউক্রেনে ব্রিটিশ দূতাবাসে তালা, চলে গেছেন রাষ্ট্রদূত

‘মারাত্মক নিরাপত্তা ঝুঁকির’ কারণে ইউক্রেনে ব্রিটিশ রাষ্ট্রদূত সেদেশ ছেড়ে চলে গেছেন। ইউেক্রনে এখন ব্রিটিশ দূতাবাসের সমস্ত অফিস বন্ধ। জানালেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। খবর বিবিসি।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পরপরই ব্রিটিশ দূত মেলিন্দা সিমনস্‌ এবং তার অল্প সহকর্মী তখনও দূতাবাসে কাজ করছিলেন। তারা এখন রাজধানী কিয়েভে ছেড়ে পোল্যান্ডের সীমান্তের কাছে অপেক্ষাকৃত নিরাপদ শহর লাভিবে চলে যান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিটিশ রাষ্ট্রদূত এখন লাভিব থেকেও চলে গেছেন এবং ইউেক্রনে এখন ব্রিটিশ দূতাবাসের সমস্ত অফিস বন্ধ।

এদিকে, ইউক্রেনের জন্য অতিরিক্ত ২৩০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 

Recommended For You

Exit mobile version