Connect with us

ঢাকা

নারীর সুস্বাস্থ্য ও অধিকার নিয়ে ‘নারী মৈত্রী’র আলোচনা সভা অনুষ্ঠিত

Published

on

নারীর সুস্বাস্থ্য ও অধিকার নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘’নারী মৈত্রী’’ প্যানেল ভিত্তিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করেছে। 

গতকাল বুধবার (৯ মার্চ) হোটেল বেস্টওয়ে স্টার্ন হেরিটেজ-এ সভার আয়োজন করা হয়।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) সহায়তায় ও ব্যুরো অফ পপুলেশন, রিফিউজিস, এন্ড মাইগ্রেশন এর অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানটির মূল বিষয়বস্তু ছিল "লিঙ্গ-ভিত্তিক সহিংসতার মূল কারণ হিসাবে অসম লিঙ্গ শক্তি সম্পর্ককে মোকাবেলা করে প্রতিরোধের প্রচেষ্টা বৃদ্ধি করা”।

এ সময় প্যানেল মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন স্যামুয়েল কোমাকেচ, ইন্ট্রিগ্রেটেড প্রোটেকশন কর্ডিনেটর, আইআরসি, সোফিয়া কেনোভাস পেরেডা, জিবিভি সাব সেক্টর কর্ডিনেটর, ইউএনএফপিএ,সারাহ হোসেন, প্রোটেকশন ম্যানেজার, ব্রাক, নাঈম আহমেদ, টেকনিক্যাল ম্যানেজার, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, শাহীন আকতার ডলি, নির্বাহী পরিচালক, নারী মৈত্রী সহ আরও অনেক আন্তর্জাতিক ও জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিগন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৯(৩) অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার কথা বলা হয়েছে। নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশের উন্নয়নকে টেকসই করতে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সহযাত্রী হিসেবে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন উপস্থিত সকলে। তারা আশা করে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে পুরুষের মতো সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আগামীতে আরো বেগবান হবে। 

Advertisement

নারী মৈত্রীর নির্বাহি পরিচালক শাহীন আকতার ডলি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে সমঅংশীদারিত্ব নিশ্চিত করেছে যা লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধের জন্যও কাজে আসছে।”

ঢাকা

লিফটে আটকে পড়ে রোগী মৃত্যুর কারণ জানালো হাসপাতাল কর্তৃপক্ষ

Published

on

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের লিফট প্রাথমিকভাবে  বিদ্যুৎ বিভ্রাটের জন্য আটকে যায়। তবে, সেখানে আটকে পড়া রোগীর লোকজন লিফট-এর দরজা ধাক্কাধাক্কি করায় ‘ডোর সেফটি’ কাজ করেনি। একই সঙ্গে ওই নারী লিফট-এ ৪৫ মিনিট আটকে ছিলেন না, ১০ থেকে ১৫ মিনিট আটকে ছিলেন বলে দাবি করছে হাসপাতাল কতৃপক্ষ।

রোববার (১২ মে)  স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. জাহাঙ্গীর আলম ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হালিমের সই করা চিঠিতে এই ব্যাখ্যা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, সাধারণত লিফটটির স্বয়ংক্রিয় রেসকিউ ডিভাইস (এআরডি) কাজ করার জন্য এক মিনিট সময়ের প্রয়োজন হয়। কিন্তু অতিরিক্ত ধাক্কাধাক্কির কারণে লিফটটির ডিভাইস সে সময়ে আর কাজ করেনি। এরপর লিফট অপারেটর মেশিন রুমে হাত দিয়ে ম্যানুয়ালি লিফটটি একটি ফ্লোরে আনার আগে রোগীসহ লোকজন দরজা খুলে বের হয়ে আসেন।

রোগীর মৃত্যু প্রসঙ্গে চিঠিতে বলা হয়, যে নারীর মৃত্যু হয়েছে তিনি হার্টের রোগী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, ঘটনাটির সঠিক কারণ অনুসন্ধানে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আই/এ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ঢাকা

হাসপাতালের লিফটে ৪৫ মিনিট আটকে থেকে রোগীর মৃত্যু

Published

on

ফাইল ছবি

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে ৪৫ মিনিট  আটকে থাকার পর মমতাজ বেগম (৫৩) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।  এসময়ে তিনজন লিফটম্যানের নাম্বারে ফোন দিলেও তারা উদ্ধারে গাফিলতি করে এবং ফোনে রোগীর স্বজনদের সঙ্গে খারাপ ব্যবহার করে।

রোববার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে আটকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

মৃত ওই রোগীর মেয়ে শারমিন জানান,   সকালে তাঁর মা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করে পরীক্ষা করা হয়। সেখানে পরীক্ষার পর জানা যায় হার্টে সমস্যা। পরে ডাক্তাররা ১১তলা থেকে লিফটে ৪তলায় হৃদরোগ বিভাগে নেয়ার কথা বলে। তাদের কথামতো লিফটে উঠলে ৯তলার মাঝামাঝিতে লিফট হঠাৎ বন্ধ হয়ে যায়৷ এসময় তিনি ও তাঁর সাথে থাকা স্বজনেরা মাসহ লিফটের  ভেতরে ছিলেন।

তিনি আরও বলেন, ৪৫ মিনিট আমরা ভেতরে অবস্থায় তাঁদের দম বন্ধ হয়ে যাচ্ছিলো। লিফটের দায়ত্বে থাকা ব্যক্তিরা না এসে,খারাপ ব্যবহার করলে। তাঁরা ৯৯৯ ফোন দেন। ফোন পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে। লিফটম্যানদের গাফিলতির কারণে তাঁদের মায়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেন শারমিন।

হাসপাতালের উপপরিচালক জানান, সকালে মমতাজ বেগমকে বুকে ব্যাথা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে মেডিসিন বিভাগ হতে ৪তলায় হৃদরোগ বিভাগে নেওয়ার জন্য লিফটে তোলা হয়। এসময় লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে দীর্ঘ সময় আটকে থাকে। পরে লিফটম্যান ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার করে। লিফটে আটকা সবাই সুস্থ ছিল কিন্তু উনি অসুস্থ থাকায় মারা গেছেন।

Advertisement

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢাকা

চাকরির বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা

Published

on

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ।

শনিবার (১১ মে) দিবাগত রাতে এ মামলা করা হয়।

অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

এর আগে শনিবার সড়ক অবরোধ থেকে আটককৃত ১৩ জনের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাদেরকে আজ আদালতে পাঠানো হবে। এদিকে আটককৃত একজন আন্দোলনে জড়িত না থাকায়, মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

এদিকে এই মামলা দায়েরের প্রতিবাদে আজ সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলন করবে আন্দোলনকারীরা।

Advertisement

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version